✒️এস এম মনিরুজ্জামান আকাশ
==========================================
২০০১ইং সালের পহেলা অক্টোবর!
বাংলাদেশের সাধারণ নির্বাচন(অষ্টম জাতীয় সংসদ নির্বাচন)এ চার দলীয় জোট বিজয়ী হয়ে সারা দেশ জুড়ে তান্ডব লীলা চালায়।
সেই তান্ডব লীলায় বাংলাদেশের অনেক এলাকার সাধারণ মানুষজন, ভোটার বৃন্দ (আমি ও আমার পরিবার) অনেক কিছু হারিয়ে ফেলি… যা কোনদিনও পূরণ হওয়ার নয়!
অনেকের জীবন থেকে চার/পাঁচ বা সাত বছর সোনালী সময় হারিয়ে গেছে! (তার ব্যতিক্রম হয়নি আমার ও আমার পরিবারের ক্ষেত্রেও) অনেকেই বিভিন্ন এলাকায়, বিভিন্ন স্থানে পালিয়ে কাজের সন্ধানে ঘুরে ফিরে কাটিয়েছে, সেরুপ আমরা কয়েকজন আমদের পরিবারের সদস্যরাও আত্মগোপনে থেকেছি! পালিয়ে বেড়ায়েছি দপশে বিভিন্ন প্রান্তে! যশোরে গিয়ে মাটি কেটেছি, লোকের বাড়ীতে দাওয়াত খেয়েছিও বেশ!
কি দোষ ছিলো আমার ও আমাদের ?
শুধু কি সচেতনতার কারনেই বিরুপ পরিস্থিতির মধ্যে পড়ে ছিলাম ? নাকি!
ন্যায়ের পক্ষ অবলম্বনের জন্যই “পরিস্থিতির শিকার” হয়ে ছিলাম ! তা বোধ করি আজোও অজানা…
যাদের রোষানলে আমি ও আমরা এবং এলাকার অনেক লোক বিপদে পতিত হয়, তাদের রক্ত চক্ষুকে ভয়ংকর রুপে দেখেছি আবার ভয়ানক পরিস্থিতির শিকার হয়েছি, ফেরারী হয়েছি,পালিয়ে বেড়ায়েছি!
তাদের প্রতি জমানো ক্ষোভ-রাগ অভিমান সব ভুলে গেছি!
কারন ! প্রকৃত মানুষই কেবল পারে ক্ষমা করতে…
ক্ষমা পরম ধর্ম ও মহত্বের বহিঃপ্রকাশ ঘটায়!
যারা সেদিন চরম পরিস্থিতি সৃষ্টি করে আমাদের পরিবেশকে তথা সমাজে অস্থিতিশীল কর্মকান্ড ঘটিয়ে ফায়দা হাসিল করেছে তারা আজকের সমাজে,বাংলাদেশে বসবাস করে একটি বিষয় সুস্পষ্ট ভাবে অনুধাবন করেছে যে,
২০০১ সালের পহেলা অক্টোবরের আমাদের এলাকা আর ২০২০ সালের ১ অক্টোবরের আমাদের এলাকা/সমাজ পরিবেশ/পরিস্থিতি (বাংলাদেশ) এক নয়……
এই কথাটি ভেবে ২০২০ সালের পহেলা অক্টোবর এই লেখাটি ফেসবুকে পোস্ট করেছিলাম!
কিন্তু ২০২৪ সালের পহেলা অক্টোবরে এসে সেই ২০০১ সালের পহেলা অক্টোবরকেই মনে পড়ে গেলো!
গত ৫ ই আগষ্ট থেকে ২০০১ সালের পুনরাবৃত্তি এলাকায় ব্যপক বিস্তৃতি লাভ করেছে! যদিও প্রকাশ্যে সহজেই সীমিত অনুমেয় হলেও পর্দার আড়ালে বিমর্ষ চিত্র!
তাই সুপ্রিয় শ্রদ্ধেয় বরেন্য ব্যক্তি মহোদয় বৃন্দ আপনারা মনে রাখবেন একটি কথা! সেই সাথে কোমলমতি কচিকাঁচারা তোমরাও ভুলে যেওনা “ফাগুনের দিন শেষ হবে একদিন” ও এক মাঘে শীত যায় না”!
এই অমীয় কথা গুলি ভেবে! আমরা ও আমাদের সমাজের,
প্রতিবেশীদের,মতাদর্শের বা ভিন্ন মতাদর্শের লোকেদের/ব্যক্তিদের সাথে যথাযথ আচরন করবো! কারো মনে কোন রুপ কষ্ট দেবোনা। কারো প্রতি বিরুপ মন্তব্য-সংকেত উক্তি পোষন করবোনা।
সেই সাথে আমি সকলের প্রতি হে আল্লাহ পাক তোমার পক্ষ থেকে সকলের উপর রহমত-বরকত ফজীলত বর্ষন করো।
(তারিখঃ পহেলা অক্টোবর ২০২৪ঈশায়ী)
🎤✒️এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক, পরিবেশ ও মানবাধিকার কর্মী,
সভাপতি-
গ্রিনপিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা।
kdaakash2024pabna@gmail.com
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট