এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ মোঃ মিজানুর রহমান মজনু (ভাই)কে উৎসর্গীত)
বন্ধু ; বন্ধু বড়ই সার্থক ও তৃপ্ত,
যদি থাকে বন্ধু সু-শফথে আদিপ্ত,
বুঝবে বন্ধু একে-অপরের ব্যথা ও কথা,
বিলাবে সুখ বন্ধুর তরে অকাতরে যথা-তথা।
থাকবে বন্ধুত্ব উভয়ের হৃদয়ের টানে,
সার্থপরতা যদি না থাকে উভয়ের প্রাণে,
নড়বে না বন্ধুত্বের ভীত আজন্মকাল,
নইলে উঠে যাবে বন্ধুত্ব, সম্পর্ক বিফল।
রক্তের সম্পর্কের চেয়ে বন্ধুত্ব নয় কম,
তবে কেন বন্ধুত্বে কেহ দেখে ভ্রম,
পায় ব্যথা অনেকে আবার বন্ধু থেকে,
যায় জীবন ধারা পাল্টে সমাজ থেকে ফাঁকে।
নয়তো থাকবেনা বন্ধুত্বের ব্যবহার,
বিলীন হবে জগত থেকে বন্ধুত্ব সবার,
হবে নিঃসঙ্গ জীবন;বন্ধু বিহীন,
তবুও পাবে না ব্যথা জীবন হবে রঙ্গিন।
বুঝতে হবে বন্ধুর মন কথা ও কাজে,
সার্থকতা থাকবে তবে বন্ধু সমাজে,
সময়ের ব্যবধানে ভুল বুঝতে গেলে,
বন্ধুত্ব থাকবেনা জড়তায় যাবে দূরে চলে।
করি কামনা সদা বন্ধুহীনের তরে,
সার্থক হয়ো বন্ধু বৎসল জীবন নীড়ে,
কারো-কারো বন্ধু বলে কেউ নেই,
তাদের মাঝেই বিলাব আপনাকে আমি এই…
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট