পানছড়িতে ওএমএস চাউল বিতরণ
উদ্বোধন করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা
খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলায় ওএমএস চাউল বিতরণ উদ্বোধন করেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়্যাত আফরোজ।
আজ শুক্রবার ১ সেপ্টেম্বর ২০২২ সকাল সাড়ে দশটায় । জনপ্রতি ৫ কেজি চাউল ক্রয় করতে পারবেন এবং ৫ কেজি করে নিতে পারবেন। পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া আফরোজ ওএমএস চাউল বিতরণ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ভুপতি বিকাশ চাকমা, পানছড়ি উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মনি শংকর দেওয়ান, পানছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, উল্টাছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহির উদ্দিন এসময় উপস্থিত ছিলেন।উল্লেখ্য পানছড়ি উপজেলাতে ছয়টি কেন্দ্রে প্রতিদিন ২ টন চাল নায্যমুল্যে বিতরণ করবেন বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ভূপতি বিকাশ চাকমা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট