সংবাদদাতা:
বাংলাদেশ কবিতা সংসদ, প্রধান কার্যালয়, পাবনার মাসিক সভা ২ অক্টোবর কাব্য নিকেতন সাহিত্য মঞ্চ, পাবনায় কবি মানিক মজুমদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সংসদের ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নভেম্বরের পরিবর্তে আগামী ৬ ও ৭ ডিসেম্বর আন্তর্জাতিক বাঙালি সাহিত্য সম্মেলন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলন পরিচালনার জন্য মানিক মজুমদারকে আহ্বায়ক, কবি এডভোকেট আজিজুল হককে সদস্য সচিব, জেবুন্নেছা ববিন, অশ্রু সাগর আনোয়ার ও কাজী মাহবুব আলমকে সদস্য করে ৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। বর্ণাঢ্য সাহিত্য সম্মেলন উপলক্ষে শিশু কিশোরদের শিক্ষামূলক প্রতিযোগিতা, স্বরচিত কবিতা পাঠ, সেমিনার ও অবহেলিত প্রতিভাবান সাহিত্যিকদের মধ্য থেকে গুণীজন সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। সম্মেলনে অংশগ্রহণে ইচ্ছুক সংস্কৃতি অনুরাগীদের আগামী ২০ নভেম্বরের মধ্যে সংক্ষিপ্ত পরিচিতি সদ্য তোলা ছবিসহ ২টি কবিতা ও রেজিষ্টেস্টেশন ফি ৫শত টাকা পাঠিয়ে নাম তালিকাভূক্ত করার জন্য আহ্বান জানানো হয়েছে। সভায় বক্তব্য রাখেন কবি আজিজুল হক, কবি জেবুন্নেসা ববিন, কবি মধুসূদন মজুমদার, কবি সালেহা ইমতিয়াজ,কবি কাজী মাহবুব আলম, কবি আমিনুর রহমান খান, কবি ফিরোজা পারভীন, কবি ফাহমিদা সুলতানা মুক্তি, কবি মৌমিতা মজুমদার মুক্তা, কবি অশ্রু সাগর আনোয়ার, কবি কামরুননাহার, রূপম মজুমদার প্রমুখ। সংসদের গঠনতন্ত্র মোতাবেক জীবন সদস্য পদে আবেদন প্রাপ্তি সাপেক্ষে অধ্যাপক ড. মাল্যবান রায়, মুর্শিদাবাদ- জী,স, নং ৩৭১ ও দেব্রব্রত রায়, মুর্শিদাবাদ জী,স, নং ৩৭২ প্রদান করা হয়। সংসদের কার্যকরী পরিষদের মেয়াদ পূর্ণ হওয়ায় আগ্রহী যোগ্য ব্যক্তিদের সমন্বয়ে নব নির্বাচিত কার্যকরী পরিষদ গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট