এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
এস এম মনিরুজ্জামান আকাশ
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
(সুত্রঃ লার্নেড আফরিন নুজহাত,
খুলনা বার-কে উৎসর্গীত)
ভালো থাকবেন হয়তো হবে সময়েই কথা-
সময়ের শ্রোতে জীবনের পথে ভেঙ্গে নিরবতা,
জীবন ছায়াহ্নে চলার পথে বালুকা বেলায়-
হয়তো জীবনের স্বপ্ন ছোঁয়ায় রঙ্গীন খেলায়!
হয়তো বসবো পাশে ধরে হাত দু’খানি-
জীবনের রঙ্গশালায় মেতে আপনাকে চিনি,
বলবে প্রকৃতিও কথা সমীচীন বাস্তবতায়-
একে-অপরের প্রতি পরম তৃপ্ত কৃতজ্ঞতায়!
থাকবে হাতের মুঠোয় পরশ ভালোবাসার-
যদি থাকে চিত্তে মিশে প্রীতি যাচিত চেতনার,
হবে দেখা যাচিত প্রয়াসে নিঃস্বার্থ কামনার দ্বারে-
ভুলে যাবো নাওয়া-খাওয়া সম্প্রীতির সমাহারে!
চাওয়া যা পুর্ন হবেই জীবনের গিরি গুহা ‘পথে-
যদি থাকে প্রেয়সী প্রিয়’র হাত ধরে সদা সাথে…
আসবে কবে সে দিন ভাবি কাঙ্খিত জীবনের পথ-
যেদিন দেখবে এজীবন প্রণয়ের সপ্ত সুরে প্রেম রথ!
ভালোবাসবে সেদিন এ জীবন ভালোবাসা পেতে-
হয়তোবা পিছপা হবেনা জীবন প্রেম সংঘাতে,
রাঙাবে জীবনের চৌহদ্দী জীবন প্রীতি ও প্রেমে-
থাকবেনা আর সুপ্ত ভীতি হারাবার তপ্ত সংঘাতে!
হোক এ প্রাণের অপ্রকাশিত চাওয়া পরিনয়ে-
দুটি আত্মায় আবৃত ব্যাথা বিনাশ হোক বিজয়ে,
ভালো থাকার পূঁজিত বাসনা কাল-কালান্তরে-
হোক সফল রোপিত প্রেম সৃজনে-মননে মর্মরে…
(রচনাকালঃ ৪ঠা অক্টোবর’২০২১ইং
সোমবার, বিকেলঃ ০৫:৩৫__০৬:০০,মেসার্স কবি ফার্মেসী,
হালিমপুর হিড়িন্দা বাজার, ফৈলজানা, চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট