🎤✒️এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর, পাবনা।
মিথ্যা এই পৃথিবীর মায়া-
মিথ্যা চলাফেরা;মিথ্যা বসবাস,
পৃথিবীতে দেখি শয়তানের ছায়া-
বাস যোগ্য মনে হয়না এ ভব নিবাস…
ভাবি যা আপন করে-
তাতো সীমাবদ্ধ আপন ভাবনায়,
না পাওয়া কষ্টে পরে-
অতৃপ্ত বুক ব্যথা পায়…
যা দেখি রঙ্গিন লাগে এ চোখে-
মনে হয় পৃথিবী চিরচেনা,
মোর কেটে যায় ক্ষণ অলখে-
বুঝি পাপ-পুর্ণ্যে হয়েছে বেশি দেনা…
চাই যা লোকের তরে-
পারিনা বিলাতে লোক সমাজে,
সুখ খুঁজি কখনও নিজের ঘরে-
দেখি কেউ নয় সুখী তৃপ্ত কাজে…
পৃথিবীর মায়া যাবে কেটে-
হবো স্বর্গের ফুল আশা প্রাণে,
না পেলে সার্থকতা; বুক ফেটে-
কাঁদব চিরদিন না পাওয়া ধ্যাণে…
হোক পৃথিবী রঙ্গিন সবার জীবনে-
সুখী হোক আপাদ-মস্তকে মানুষ,
উচ্ছাসিত হোক এ দ্বীপ্ত ভূবনে-
কেবল আমি হতে চাই শুধু নির্দোষ……
(মনোয়ারা হালিম কাব্য কুঞ্জ, চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট