1. admin@dailykhoborpadmasetu.com : admin :
  2. admin@popularhostbd.com : PopularHostBD :
❤️❤️শিক্ষক আমার প্রিয়❤️❤️ - দৈনিক খবর পদ্মা সেতু
শনিবার, ০৮ নভেম্বর ২০২৫, ০৭:৪৮ অপরাহ্ন

❤️❤️শিক্ষক আমার প্রিয়❤️❤️

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৬ বার পড়া হয়েছে

এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।

(সুত্রঃ অধ্যাপক সামস্-উল আলম জয়, চেয়ারম্যান, সমাজ বিজ্ঞান বিভাগ, এডওয়ার্ড বিশ্ববিদ্যালয় কলেজ, পাবনা-কে উৎসর্গ)

সামস্-উল আলম জয় স্যার বিভাগীয় প্রধান-
কৃত কর্মে কড়া হলেও হৃদয়ে মহান,
সময় মত করিনা ক্লাস পরীক্ষাতেও তাই- মৃদু স্বরে ক্ষমা চেয়ে পার পেয়ে যাই।

ভালবাসে স্যার আমায় শাসনের চোখে- ক্ষমা করে দেন আবার সব চোখের পলকে,
উপদেশ দেন রীতি মত করতে শিক্ষা গ্রহণ-
মানুষের মত মানুষ হতে মনোনিবেষে মন।

ভয় লাগে স্যারের কথায় উচিৎ বলে- দোষী হই বার-বার স্যারের কথা মত না চলে,
পিতার মত শাসন করেন শিক্ষকের মত শিক্ষা দান-
বন্ধুর মত হৃদ্যতায় কেড়েছেন মোর প্রান!

জানি পরম মমত্ব স্যারের আমার প্রীতি- স্যার আমায় শিখিয়েছেন গড়তে সম্প্রীতি,
কিভাবে হতে হয় আপন অপরের কাছে- ধৈর্য্য সদগুণ সহিষ্ণুতায় স্যার আমায় শিখিয়েছে।

হোক স্যার প্রিয় পাত্র অনন্তকাল ধরে- থাকুক অমলিন স্যারের প্রিয় মুখ উচ্ছাসের সুরে,
সাফল্য আসুক স্যারের পদতালুতে উত্তরোত্তর কাজে-
সুমন্নত হোক উচ্চশির জয় স্যারের এ সমাজে।

প্রার্থনা করি ওগো আল্লাহ তোমার দরবারে-
সামস্-উল আলম জয় স্যারকে তুমি সুখে রেখো সংসারে,
পূর্ণ করো যত নেক আশা করুণায় তোমার-
থাকেন যেন স্যার অনন্তকাল প্রিয় শিক্ষক আমার……

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
Theme Customized BY LatestNews