মোঃ নাঈম,
নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রধান উপদেষ্টার সদয় অনুগ্রহ কামনায় উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি প্রদান করেন।
আজ রবিবার (০৬ অক্টোবর ) বিকাল সাড়ে ৪ টায় উপজেলা পরিষদ চত্ত্বরে কালিয়া উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকগণ একত্রিত হয়ে এই মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কার্যক্রমে অংশ নেয় ।
এ সময় ,শিক্ষকগণ কালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুজ্জামানের নিকট সহকারী শিক্ষকদের ১০ম গ্রেট বেতন নির্ধারণসহ ১৩ দফা দাবি বাস্তবায়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারক লিপি প্রদান করেন।
এ সময় অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক মোঃ মাসিকুল আলম, মোঃ আবু রেজোয়ান,মোহাম্মদ মিল্টন শেখ, মোহাম্মদ রাজিবুল ইসলাম, অনিমেষ কুমার দত্ত, শাবানা খানম, এস এম শাহানুল করিম সহ কয়েক শত শিক্ষক শিক্ষিকা ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট