নূতন খয়েরতলা তেঁতুলতলাতে র্হিন্দু সম্প্রদায়ের ১২ টি পরিবারের মাঝে নগদ অর্থ,ও শাড়ী,লুঙ্গি বিতরন
হাফিজুর শেখ যশোর
দুর্গাপূজা উপলক্ষে যশোর সদর ৪ নং ওয়ার্ড
নূতন খয়েরতলা তেঁতুলতলাতে র্হিন্দু সম্প্রদায়ের ১২ টি পরিবারের মাঝে নগদ অর্থ,ও শাড়ী,লুঙ্গি বিতরন। উল্লেখ্য যে, কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক,জননেতা অনিন্দ্য ইসলাম অমিত ভাইয়ের নির্দেশে,যশোর নগর ০৪ নং ওয়ার্ড নূতন খয়েরতলা তেতুঁলতলা মহল্লায় দূর্গাপূজা উপলক্ষে,নিজেদের সামর্থ্য অনুযায়ী আজ র্হিন্দু সম্প্রদায়ের ১২ টি পরিবারের মাঝে নগদ অর্থ,শাড়ী ও লুঙ্গি বিতরন করা হয়। এই সময় উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ সাঈদ হোসেন মোঃফারুক হোসেন।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের মুক্তিযুদ্ধো বিষয়ক সম্পাহদক মাসুম পারভেজ কাজল, যশোর নগর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- আহ্বায়ক ইকরামুল কবির সুমন, যুবদল নেতা মোঃ সোহাগ মন্ডল।
৪ নং ওয়ার্ডস্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম কবির, যশোর নগর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ বাবুল আক্তার রুবেল প্রমুখ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট