খবর পদ্মা সেতু ফ্যাক্টচেক ডেস্ক
সম্প্রতি, পুজা মন্দিরের প্রতীমার সামনে মোনাজাতরত অবস্থায় মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি হেদয়েত উল্লাহ আজাদী সহ আরো দুই জনকে দেখা যায়। এমন একটি ছবি ভাইরাল হয়েছে মোনাজাতের সেই ছবি শেয়ারিং প্ল্যাটফর্ম ফেসবুক টিকটকে প্রচার করা হয়েছে। শেয়ার লাইক হয়েছে অনেক বেশি ।
ফ্যাক্টচেক
ছবিটি মিডিয়া ফ্যাক্টচেক টিম অনুসন্ধান করে দেখা গেছে, পুজা মন্দিরের প্রতীমার সামনে মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি হেদয়েত উল্লাহ আজাদী সহ মোনাজাত করছেন । এই মর্মে প্রচারণা চালানোর আলোচিত দাবিটি মিথ্যা। এছাড়াও আলোচিত দাবিতে প্রচারিত ছবিটিও বাস্তব নয়। প্রকৃতপক্ষে, ছবিটি পুরাতন এখন থেকে দেড় বছর আগে চরমোনাই পীর সাহেবের কবর মোনাজাতের সময় ছবিটি তোলা ছিল । ছবিটি জধযসধঃ টষষধয নামে একটি ফেসবুক পেজ থেকে পাঁচ ফেব্রুয়ারি ২০২৩ সালে ছবিটি আপলোড করে কেপশনে লেখা হয় । মোনাজাত টা অবশ্যই অনেক অনেক হৃদয় কাড়া ছিল। (চরমোনাই মরহুম পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করেন), মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি হেদায়েত উল্লাহ আজাদী । সেই ছবি ইডিটিং এর মাধ্যমে মন্দিরের প্রতীমার সামনে বসিয়ে দেওয়া হয়েছে ।
সুতরাং, মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী, মুফতি হেদয়েত উল্লাহ আজাদী পুজা মন্দিরের প্রতীমার সামনে মোনাজাত করছেন। দাবিতে ইন্টারনেটে প্রচারিত ছবিটি এডিট করা বা সম্পাদিত।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট