(সুখ তুমি কি শুধুই মরীচিকা)
কতটা পথ পাড়ি দিলে, তোমায় কাছে পাওয়া যাবে?
কতটা নিকটে গেলে, তোমার স্পর্শ পাওয়া যাবে?
কতটা বুকে আগলে নিলে, তোমার হৃদ স্পন্দন
শুনা যাবে? (সুখ তুমি কি নীল গালিচা)
কতটা ভালোবাসলে, তোমার মন পাওয়া যাবে?
কতটা সময় অপেক্ষায় রইলে, আমি তোমার হবো?
কতটা বিষ মুখে নিলে, (সুখের পাখি তুমি কি শুধুই মিছে আলেয়ার আলো)
তোমার অমৃত সুধা পাবো কতটা প্রহর গুনলে, শীতের প্রথম সকাল হবে?
আমার সাথে তুমি ফুল কুড়োতে যাবে?
আর কত নক্ষত্র গুনলে, তোমার খোঁজ পাবো?
নাকি তোমায় চাওয়ার তৃষ্ণাতে, একদিন ওপারে’ই চলে যাবো?
কেউ খারাপ মন্তব্য করবেন না কবিতাটা জাস্ট কবিতা এর কোন ব্যাখ্যা খুঁজবেন না প্লিজ
_______নীহান নীল
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট