এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
মনের মাঝে আঁকা স্বপ্ন,
চোখের কোনে জমা স্বপ্ন,
স্বপ্নের মাঝে জমা স্বপ্ন যত-
খুঁজে ফেরে তোমায় অবিরত!
মনের কথা ;প্রাণের কথা,
ভালবাসি রাতের নিরবতা,
মন চায় পেতে তোমায় প্রতিনিয়ত-
সাজিয়ে ওগো মনের মত।
পেতে প্রেম ভালবাসা,
পূরাতে প্রাণের পিয়াসা,
তোমারই প্রতীক্ষার প্রহর যত-
খুঁজে ফেরে তোমায় অবিরত!
হয়ত আসবে তুমি,
রঙ্গিন হবে হৃদয়ের বেলা ভুমি,
তুমি আমার আপন হবে রীতিমত-
খুঁজে ফেরে তোমায় অবিরত।
হবো আমিও তোমার,
তুমিও হবে একান্তে আমার,
হবে চাওয়া-পাওয়া পূর্ণ করে যত-
নিবিড় বাসনায় পেয়ে নন্দিত……
(তাং চব্বিশে ডিসেম্বর ২০১৩ ঈশায়ী,
মহকক, চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট