কলমে : মো:ইয়াসিন আলী
ভাটোপাড়ায় জন্ম আমার
পার্শ্বডাঙ্গায় পড়া,
আলমনগরের আয়াজ স্যার
শেখাতেন হরেক ছড়া।
মোহাম্মদ স্যারের বেতের শাসন
রস্তম স্যারের চর,
তাহের স্যারের রসিকগল্প মনে
থাকবে জনম ভর।
দেলোয়ার স্যার ছিলেন স্বল্পভাষী
বলতেন কথা কম,
বনগ্রামের ইয়াছিন আলী স্যার
হাসাতেন হরদম।
শিশুকালের শিক্ষা গুরুজন
সয়ে বিরক্ত জ্বালা
স্বসন্তানের ন্যায় করতেন আদর
কিঞ্চিৎ করেনি হেলা।
মহৎপ্রাণের সজ্জন ছিলেন
আমার শিক্ষাগুরু,
সাহস জুগিয়ে অভয় দিয়েছেন
করোনি মোদের ভীরু।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট