এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
আল্লাহ পাক সুসংবাদ দিয়েছেন জান্নাতের,
দশ জন নারী হবে সর্দারনী জান্নাতে মহিলাদের,
তাঁরা হলেন হযরত মরিয়ম,হযরত আছিয়া,
অমর তাঁরা পৃথিবীতে শ্রেষ্ঠত্বের নিদর্শন দিয়া।
মা হাজেরা ও মা রহিমা খোদার প্রিয় বান্দি,
কখনো করেন নি তাঁরা কভু অন্যায়ের সাথে সন্ধি,
উম্মুল মুমেনীন আয়শা(রাঃ),মা সাওদা (রাঃ),
জান্নাত দানে খোদা পাক করেছেন মুক্ত ওয়াদা।
জয়নাব বিনতে জাহাশ, উম্মুল মুমেনীন হাফসা ,
আল্লাহ পাকের প্রিয় সৃষ্টির বেহেশতে হবে বাসা,
নবী নন্দিনী;ইমাম জননী ফাতেমাকে ডেকে খোদা,
করেছেন পৃথিবীতে-জান্নাতে দান শ্রেষ্ঠত্বের ওয়াদা।
দশ রমনী শ্রেষ্ঠ ধনী ভবে ও নারী কুলের পরে,
উম্মুল মুমেনীন খাদিজার নারী আদর্শ রবে অন্তরে,
পালন করব ইসলাম ভালবেসেযে আমরা সকলে,
আমাদের ইবাদত-বন্দেগীতে তাদের মুক্ত দিলে।
ভবে তাঁরা আদর্শবতী কল্যান কামী বিজ্ঞ রমনী,
চিরদিনই যেন তাদের মোরা নারীকুলে শ্রেষ্ঠ জানি,
প্রার্থনা প্রভু দেখাও পথ কল্যানে তাদের পথে,
জান্নাতে হবে যে দেখা এ কামনা তাদের সাথে……
(তারিখঃ ১৮-১০-২০০৬ঈশায়ী,দারগ আলী হাউজ,
দিয়াখালী,জামগরা,আশুলিয়া, সাভার, ঢাকা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট