কলমে:আলী আজম
সময়:08-10-2014
দামীরা দাম দিবে আর ।।
মানী দিবে মান
তাদের জন্যই লেখা
এই অধমের গান
দামীরা দাম দেবে আর
মানী দিবে মান
তাদের জন্যই লেখা এই অধমের গা—ন। ।
মূল্যায়নে মূল্য বাড়ে ।।
জ্ঞান বিতরণী জ্ঞান
দানে ধন সম্পদ বাড়ে
কোরআন তার প্রমান
অর্থ কষ্টে থাকবে কেন। ।
বাড়াই-সৎ চিন্তা উপার্জন
তাদের জন্যই লেখা এই অধমের গান
দামীরা দাম দেবে আর,,,,, ,,,,, ,,,
কষ্ট যাহার ইহজনম,পরকালে সুখী
দারিদ্র্যতা কঠিন পরীক্ষা। ।
ধনী মূল্য বুঝবেকী ?
বাঁচতে বেশি
“মরণ” খুশি কর আর
করো মরন সুখের সদয়
আবেদন থাকলো করা
অধমের অভয়—-
দামীরা দাম দেবে আর। ।
মানী দিবে মান
তাদের জন্যই লেখা এই অধমের গান। ।।।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট