এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি অনার্স কলেজ, চাটমোহর, পাবনা।
(আমার ৩০তম জন্মদিনে লেখা কাব্য)
এখন আমি বড় ব্যস্ত সময় কাটাই- মানুষের সাথে রোগ শোকের কথা বলে, মানুষ আমায় বড্ড বেশি ভালোবাসে তাই-
সদা স্নেহে রেখেছে শ্রদ্ধায় অন্তঃস্থলে।
করিনা আপনার মঙ্গল কামনা নিজে- অপরের মঙ্গল কামনাই যে মোর প্রার্থনা, ভালোবাসে মানুষ আমায় মহৎ কর্ম কাজে-
করে সকলেই আমার জন্য আরাধনা।
জীবনে ষোলটি বছর করে যত্ন সেবা- মানুষের হৃদয় রাজ্যে হয়েছি রাজা, ভালোবাসার শৃঙ্খলে বাধা আমি বোবা- সেবা করার অধিকার দিয়ে মানুষ দিয়েছে সাজা!
আমার বয়স ত্রিশ বছর হলো পূর্ন- সংসার ধর্মে আমি এখনও হইনি সম্পৃক্ত,
প্রেম ভালোবাসা হয়নি: জীবন তপ্ত শুন্য-
চোখ মুঁদে দেখি দুনিয়ায় আমি নিঃস্ব রিক্ত!
সময়ের ব্যস্ততা আমার হচ্ছে আরো গভীর-
গড়তে সংসার আমার ভাবনা যত,
করে আমায় প্ররোচনা দান প্রেমে নিবিড়-
হতে চাই প্রেমিক; খুঁজে সুকন্যা মনের মত……
(নোটঃ যৌথ কাব্যগ্রন্থ অন্বেষণ এর ১১৭ নং পৃষ্ঠায় মুদ্রিত)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট