—————-
#ক_ফিরোজা_বিউটি
তাড়াশ মহিলা ডিগ্রী কলেজ, সিরাজগঞ্জ।
নানান রঙের স্বপ্ন ছিলো মনে,
আজ তা হয়ে গেছে এলোমেলো।
ভেবেছিলাম অনেক কিছুই,
আজ তা সবই মিথ্যে হয়ে গেল।
ভাবনার রথ আজ লাগামহীন,
কোথায় থামবো কে জানে।
কাকে নিয়ে আর ভাববো বলো,
অনেক কষ্টের ক্লিষ্টতা এই মনে।
কাঁঠালি চাপার গন্ধ নিয়ে,
চলবো দুজন জ্যোস্না ভরা রাতে।
সব কিছুতেই মুগ্ধ সার্থকতা,
ফুলের গন্ধে আর পূর্ণিমাতে।
অনেকটা পথ পার করেছি,
কষ্ট গুলো বুকে ভালো মন্দে।
আশায় ছিলাম বাকী জীবন,
কাটাবতো হৃদয় ভরা আনন্দে।
চলে গেছো তুমি অনেক দুরে,
হতাশার ঘর বাঁধলো যে মনে।
ভালোবেসে গড়বো যে ঘর,
করবো যে বাস নিভৃত নির্জনে।
স্বপ্ন ছিলো অনেক খানি মনে,
ব্যর্থ হয়ে যায় বুঝি সব আজ।
বুঝ মানেনা এই এতো দিন পরে,
ক্লান্ত মনে নষ্ট সকল কারুকাজ।
রিক্ত নিঃস্ব এই জীবনে একা,
মনটা বড়ই উদাসীন আজ যে।
প্রতিক্ষার ক্ষণটা যে ধীরলয়ে,
আমার বসত এখন ফাঁকা রাজ্যে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট