হুইল চেয়ারের জন্য সরকারের কাছে আবেদন প্রতিবন্ধী লামিয়ার।উন্নত মানের একটি একটি হুউল চেয়ারের আসায় সরকারের কাছে অনুরোধ করেছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলার শারীরিক প্রতিবন্ধী মোছাম্মদ লামিয়া আক্তার (১০)লামিয়া জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের বালারপুকুর বাশদহ গ্রামের মোহাম্মদ দুলু মামুদ ও মোছাম্মদ কমলা বেগমের একমাত্র কন্যা।সরজমিনে গিয়ে প্রতিবন্ধী লামিয়ার মা ও কয়েকজন প্রতিবেশির সাথে কথা হলে তারা জানান লামিয়া জন্মগত শারীরিক প্রতিবন্ধী তার ঢাকায় রিক্সা চালায় এবং মা অন্যের বাড়িতে কাজ করে এতে তাদের এই অসহায় পরিবারটি এবং লামিয়া বড় হওয়ার সাথে সে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে যার চিকিৎসা করার মতো ওর পরিবারের সামর্থ্য নেই।
এদিকে লামিয়ার মা কমলা বেগম সাংবাদিক দের দেখে কান্নায় ভেঙ্গে পড়েন এবং বলেন আমার মেয়ে শারীরিক প্রতিবন্ধী সে হাটাচলা বা খেতেও পারে না এবং অন্য কেও ওকে খাওয়াতে পারে না একমাত্র আমি ছাড়া আর সে বড় হওয়ার সাথে তার শারীরিক অন্য সমস্যা ও দেখা দিতেছে যার চিকিৎসা করা আমাদের পক্ষে সম্ভব না তাই দেশরত্ন জন নেত্রী শেখ হাসিনার কাছে আমি দুহাত জোর করে আকুল আবেদন করছি যেন তিনি আমার এই মেয়েটির দিকে যেন একটু দেখেন, দিকে লামিয়ার বাবার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি আমার মেয়ের জন্য একটি হুউলচেয়ারের জন্য আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে একাধিক বার গিয়েছি কিন্তু আমি কোন উপকার পাইনি তাই সরকারের কাছে আমার অনুরোধ তারা যেন আমার এই শারীরিক প্রতিবন্ধী মেয়েটির দিকে তাকিয়ে যেন একটি হুউলচেয়ার দেন।এবিষয় ৬ নং শিমুলবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব হামিদুল হকের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমি এবিষয়ে কিছু জানি না আর তারাও আমার কাছে আসেনি আর আমারর কাছে কোন ব্যবস্থা নেই যে আমি তাদেরকে একটি হুউল চেয়ার দিব আর আপনারা সাংবাদিক আপনারা তাদের একটি চেয়ারের ব্যবস্থা করে দেন, এই কথা বলে তিনি চুপ হয়ে যান।
উক্ত শারীরিক প্রতিবন্ধীকে যদি কেউ আর্থিক ভাবে অথবা হুউলচেয়ার দিয়ে সহযোগীতা করার ইচ্ছুক হলে তার পরিবারের নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হলো
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট