এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
আটষট্টি হাজার গ্রামের মাঝে একটি গ্রাম-
এই গ্রামেতে জন্ম নিয়ে আমার ধন্য ইহধাম,
নামটি গ্রামের কচুগাড়ী, ডাকঘর কুয়াবাসী-
এলাকার সবাই চেনে আমায় ভালোবেসে বেশি।
উপজেলা আমার চাটমোহর,জেলা পাবনা-
বাংলাদেশে জন্মেছি বলে নেই মোর ভাবনা,
নয়টি উপজেলা,এগারটি থানার জেলা পাবনা-
সন্ত্রাস কবলিত এলাকা বলে মোর যত ভাবনা।
সংসদীয় ব্যবস্থায় পাঁচটি নির্বাচনী আসন করে-
উন্নয়নের ভাবধারা সরকার বাহাদুর দিলেন গড়ে,
পাবনা জেলার লোকেরা শিক্ষার আলো থেকে-
পিছিয়ে পড়ে আজ তারা দু’চোখে হতাশা দেখে।
আমি ভাবি রোজ এলাকার লোকের ভাগ্যোন্নয়নে-
কার সাথে আলাপ করবো! কোন নিঃস্বার্থ জনে,
করবে যে উন্নয়ন এলাকায় আপন কৃত সাধনাতে-
তাঁর সাথে সুখে-দুঃখে জনগন রবে-থাকবে মেতে।
যশ-খ্যাতি, সুনামে ভরা আমার পাবনা জেলা-
ফল-ফসল,শাক-সব্জি,মাছ বিক্রিতে লাগে মেলা,
বিল-ঝিল,নদী নালায় শাপলা-শালুক এর পরশে-
বেঁচে আছি “পাবনার বুকে” সকলই বিষাদে-হরষে!
(রচনার তারিখঃ ষোলই অক্টোবর ২০০৬ঈশায়ী,
ওয়ান গ্রুপ, ভাওরাঈদ মাস্টার বাড়ী, সদর,গাজীপুর)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট