পাবনা থেকেঃ (এস এম আকাশ)
পাবনা জেলা চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া গ্রামের সরদার বাড়ীর সেলিম সরদার ও শামীম সরদার এর আম্মা, প্রয়াত আব্দুল সরদারের স্ত্রী আম্বিয়া খাতুন (৭০) দীর্ঘদিন অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার বার (সতেরই অক্টোবর ২০২৪) সন্ধ্যা সাড়ে টার সময় নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন) মরহুমার নামাজে জানাযা শুক্রবার সকাল সাড়ে নয় টার সময় চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের ঝবঝবিয়া মেঘারপাড়া বালুদিয়ার সম্মিলিত ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ও ঝবঝবিয়া মেঘারপাড়া বালুদিয়ার সম্মিলিত গোরস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ ।
মরহুমা মৃত্যুকালে দুই পুত্র, পুত্রবধূ ও দুই কন্যা জামাতা নাতি-নাতনি সহ অজস্র আত্মীয় স্বজন রেখে গেছেন।
মরহুমা পাবনা জেলার বিশিষ্ট কবি সাংবাদিক গবেষক-মানবাধিকার কর্মী, গ্রিনপিস বাংলা- পাবনা জেলা শাখার সভাপতি ও দৈনিক খবর পদ্মা সেতু’র স্টাফ রিপোর্টার প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ এর ফুফু আম্মা।
লক্ষীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ রেজাউল সরদার এর ফুফু আম্মা ও লক্ষীপুট-একদন্ত ইউনিয়নের পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক ডাইরেক্টর এস এম নুরুন্নবী মাস্টার এর ছোট বোন। পাবনা জজ কোর্টের পেশকার আলহাজ্ব মোঃ সাহাদত হোসেন এর খালা আম্মা। প্রভাষক এস এম মনিরুজ্জামান গভীর শোকাহত। তিনি শোক সন্তোপ্ত পরিবারের সকলের প্রতি সমবেদনা প্রকাশ করে সকলের কাছে দোওয়া চেয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট