এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
এ মনের ঘরে রেখেছি তোমারে- সুখে আর দুঃখে আপন করে।।
এ মনের ঘরে…
মন তো আমার কিছুতেই বাধা মানেনা-
তোমাকে পাবো কোথায় ঠিকানা জানেনা।।
পেলে তোমায় মুখোমুখি যাবে এ বুক ভরে-
সুখে আর দুঃখে আপন করে!
প্রতীক্ষার প্রহরে এ মন আশায় বাঁধে বুক-
এ বুকে জড়িয়ে তোমায় খুৃঁজে ফেরে সুখ।।
তোমার প্রেমের শুণ্যতা খায় কুঁড়ে কুঁড়ে-
সুখে আর দুঃখে আপন করে…
এ মনের ঘরে রেখেছি তোমারে।
ভাবে এ মন নিঃরবে আনমনে তোমায়-
দেবেনা কি একটুও দেখা প্রেম ভাবনায়।।
তোমার বুকের শীতল প্রেম পাবো উজার করে-
সুখে আর দুঃখে আপন করে…
এ মনের ঘরে রেখেছি তোমারে-
সুখে আর দুঃখে আপন করে।।
তারিখঃ ঊনিশে অক্টোবর ২০২৪ঈশায়ী,
রাতঃ ১১:৪৫__১২:০০,
মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট