এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
বাস্তবতা বুঝলাম এসে আজ ঢাকা শহরে-
মানুষ কে ঠকাতে চায় মানুষ বোকা করে,
অপরকে ঠকিয়ে হতে জয়ী আপন কর্মে-
পিছপা হয়না নিজেকে মেলাতে অসৎ কৃত ধর্মে…
কিভাবে ঠকাবে তা কিছু লোক সদা ভাবে-
তাদেরকে করো হেদায়াত দান আল্লাহ এ ভবে,
মনুষত্ব মানবতা বিবেক বোধ করো তাদের দান-
তুমি অপার অনন্ত অসীম আল্লাহ মেহেরবান…
তোমার দয়ায় আছি বেঁচে আমরা মানব জাতি-
রাখতে পারি যেনো ধরে মানবতায় দ্বীপ্ত সম্প্রীতি,
আমরা সকলেই এক শ্রষ্ঠার সৃষ্টি মানি সৃষ্টিকুলে-
স্বার্থ লোভে মনুষত্ব বিবর্জনে যাই তা কভুও ভুলে!
আমরা যদি ভাবি একে-অপরকে নিজের ভাই-
পারবো দেখতে পৃথিবীতে অপরের বলে কিছু নাই,
কেউ কাউকে ঠকাতে করতে পারবনা চিন্তা আর-
পারবো দেখতে পৃথিবীটা আজ কতই চমৎকার!
বলবেনা কেউ ভালো আমি অপরের চেয়ে বেশি-
নিজের দোষ ঢাকতে গিয়ে করবেনা অপরকে দোষী,
বিপদে পড়লে আসবে এগিয়ে সকলেই রবেনা দুরে-
একের দুঃখে অপরে কাঁদবে অস্তিত্বে চিত্তে একই সুরে!
ভাবতে গিয়ে থেমে যাবে করতে অপরের ক্ষতি-
মানবে সবাই সৌহাদ্যতায় আকাঙ্খিত সম্প্রীতি,
কাউকে বোকা বানাতে চাইবেনা কেউ কভু আর-
সম্প্রীতির সোনালী বলয়ে হবে সুধাময় সংসার…
(রচনাকালঃ ২০শে অক্টোবর’২০২১ইং
রাতঃ০১:১৫-২১¤১২:১০(২১.১০.২১)১২:৩০)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট