——————————–
পাবনা প্রতিনিধি
রবিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শহরের বনলতা কফি শপে সর্বজন শ্রদ্ধেয় শিক্ষাবিদ অধ্যক্ষ মহাতাব উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ৫১ সদস্য বিশিষ্ট “পাবনা অধিকার বাস্তবায়ন পরিষদ” গঠিত হয়।
অধিকার বাস্তবায়ন পরিষদে সভাপতি অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাজমুল হোসেন শাহিন, সহ-সভাপতি আব্দুল্লাহ আল মাহমুদ, ডাক্তার জাকির হোসেন, এডভোকেট সুলতান মাহমুদ ইয়াহিয়া, মুজিবুর রহমান বাবলা, শহিদুর রহমান শহীদ, আহসান জান চৌধুরী, আফজাল হোসেন রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম খোকন, বাবুল আক্তার, মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ বাবলু, অর্থ সম্পাদক আবুল হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মানিক মজুমদার, দপ্তর সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, প্রচার সম্পাদক জিল্লুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবু সাঈদ, আপ্যায়ন সম্পাদক মোঃ শমসের আলী, নির্বাহী সদস্য এস এম মাহবুব আলম ও আবিদ হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এই অধিকার বাস্তবায়ন পরিষদ পাবনার সকল অন্যায়-অত্যাচার, অনিয়ম-দুর্নীতি প্রতিরোধে বলিষ্ঠ ভূমিকা গ্রহণ করবে। সেই সাথে রাষ্ট্র এবং মানুষের কল্যাণে সোচ্চার হয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।
Show quoted text
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট