চট্টগ্রাম চা শ্রমিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্স।চা শিল্পের প্রায় ১৬৮ বছরের ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন।আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় দেশের বিভিন্ন এলাকার চা শ্রমিকদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সিলেটে বহু কাঙ্ক্ষিত সেই বৈঠকের সব প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, সিলেটের লাক্কাতুরা চা বাগানের গলফ মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সিলেট জেলার ২৫টি চা বাগানের বাছাইকৃত কয়েকশ’ শ্রমিক যোগ দেবেন। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীও সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করেছে।
উল্লেখ্য, মজুরি বৃদ্ধির দাবিতে দীর্ঘ ১৯ দিন ধর্মঘট পালনের পর গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রীর আশ্বাসে কাজে যোগ দেন শ্রমিকরা। মালিকদের সাথে বৈঠকের পর শ্রমিকদের মজুরি ১২০ টাকা থেকে ১৭০ টাকায় উন্নীত করে দেন প্রধানমন্ত্রী।শ্রমিকদের দাবির প্রেক্ষিতে শনিবার তাদের সাথে ভিডিও কনফারেন্সে এই বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।চা শ্রমিকরা জানান, চা শিল্পের দীর্ঘ ইতিহাসে এই প্রথম কোনো সরকার প্রধান চা শ্রমিকদের সাথে কথা বলবেন। এটা সত্যিই আনন্দের। এ বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে মজুরি বৃদ্ধি ছাড়াও অন্যান্য দাবি-দাওয়ার কথা তুলে ধরবেন শ্রমিকরা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট