এস এম মনিরুজ্জামান আকাশঃ
(ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি) ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার আইন বিভাগের অধীনে এলএলএম (একাদশ তম) ইভিনিং ব্যাচের স্থগিত হওয়া পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ প্রসঙ্গে এলএলএম ইভিনিং ব্যাচের সমন্বয়কারী প্রফেসর ডঃ তৌহিদুল আনাম তমাল স্যার স্বাক্ষরিত নোটিশের মাধ্যমে জানা যায় যে, আগামী পঁচিশে অক্টোবর ২০২৪ ইং শুক্রবার সকাল দশ ঘটিকায় এগারোতম ব্যাচের স্থগিত হওয়া লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুপর দুই ঘটিকায় উক্ত ব্যাচের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একাদশ তম ইভিনিং ব্যাচের CR কবি আকাশ কে স্থগিত হওয়া পরীক্ষা বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি সানন্দে চিত্তে আইন বিভাগের চেয়ারম্যান ও সমন্বয়কারী সহ সকল শিক্ষকদের কে সাধুবাদ জানান ও সকল শিক্ষার্থীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান পঁচিশে অক্টোবর ২০২৪ ইং তারিখে পরীক্ষার নোটিশ প্রদান করায়। বিশেষ করে একাদশ ও দ্বাদশ তম ইভিনিং ব্যাচের সমন্বয়কারী প্রফেসর ডঃ তৌহিদুল আনাম তমাল স্যারকে।
উল্লেখ্য গত ৫ই জুলাই ২০২৪ ইং তারিখের স্থগিত হওয়া পরীক্ষা পঁচিশে অক্টোবর ২০২৪ ইং তারিখে অনুষ্ঠিত হচ্ছে।
এ প্রসঙ্গে এলএলএম ইভিনিং (একাদশ তম)ব্যাচের শিক্ষার্থী ও বাগের হাট জেলা বারের শিক্ষানবিশ আইনজীবী এইচ এম আখতারুজ্জামান শাহীন কে জিজ্ঞাসা করে হলে তিনি জানান যে, আমাদের এই স্থগিত হওয়া পরীক্ষাটা নিয়ে যথেষ্ট উদ্বিগ্ন ছিলাম! এখন নোটিশ পেয়েছি পরীক্ষা হবে ভালো লাগছে! এছাড়াও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল এনরোলমেন্ট পরীক্ষায় অংশ গ্রহনের নিমিত্তে রাত-দিন পরিশ্রম করতে হচ্ছে। এলএলএম ইভিনিং ব্যাচের স্থগিত হওয়া পরীক্ষা টার জন্য অনেক দুঃচিন্তায় ছিলাম এখন ফ্রি হয়ে ভালো ভাবে পড়ালেখা চালিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট