এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
সবাই যখন ঘুমিয়ে যাবে-
ঘুম আসবেনা আমার চোখে,
আমার এ আঁখি যুগল রবে-
জেগে দেখতে তোমাকে এক পলকে…
হয়ত ভাববে আমার কথা-
আমার পদচারনা কাল-কালান্তরে,
ভাসবে স্মৃতি হৃদয়ে ব্যথা-
জাগবে অমলিন;করুণ সুরে।
রবোনা আমি! তবুও বেঁচে রবো-
তোমাদের হৃদয় আকাশের তাঁরা হয়ে,
হবেনা কথা ;তবুও কথা কবো-
তোমাদের হৃদয় আত্মায় দুঃখ জয়ে!
থাকবনা বেঁচে ; থাকবে বেঁচে আঁখি দু’টি-
দেখব তোমাদের অন্তর চোখে,
ক্ষমা করো আমার ভুল ত্রুটি-
আমার প্রতিচ্ছবি রবে তোমাদের চোখে-মুখে।
সব সাধনা আমার হৃদয় কোণে ধরে-
যাবো প্রত্যাশার প্রহর গুনে,
আমার আঁখি যুগল হাজার বছর পরে-
চেয়ে রবে শুধু তোমাদের নয়নে……
(তাং বাইশে অক্টোবর ২০০৬ ঈশায়ী, রাত:১২:২৪__১২:৪২,
ওয়ান গ্রুপ,ভাওরাইদ মাস্টারবাড়ী,সদর,গাজীপুর)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট