🥢এস এম মনিরুজ্জামান আকাশ
বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ হয়ে গেলো!
নির্বাহী আদেশে…
ভুল থেকে অপরাধ হয়!
অপরাধ করার পর শাস্তি হওয়ায় অপরাধ কমে বা অপরাধ প্রবণতা কমে যায়……
একটা ঐতিহ্যবাহী দলের এহেন পরিনতির জন্য মাত্র কয়েকজন দূর্নীতিবাজ নেতা দায়ী!
এছাড়াও
ছাত্রলীগের অতিরিক্ত আত্মনির্ভরশীলতা-আত্ম-অহংকার প্রদর্শন করা নীতি-নৈতিকতাহীন নেতৃত্ব সাদ্দাম হোসেন সহ গুটি কয়েকজন ছাত্রলীগ নেতার নেতৃত্বের দূরদর্শিতার অভাব দায়ী। যে কারনে ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের যৌক্তিক কোটা আন্দোলনকে সমর্থন না করে বিরোধিতা করে বোধের অভাবে। যে দলের সোনালী অর্জন রয়েছে তা ম্লান হয়ে গেলো মুহূর্তেই! যার কারনেই মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী দলের বিরুপ দশা।
জুলাই আন্দোলনে যদি বাংলাদেশ ছাত্রলীগ সাধারণ ছাত্রদের সাথে কাধে কাধ মিলিয়ে রাজপথে থাকতো তাহলে আজকে বাংলাদেশে হাজারও ছাত্র-জনতা-পুলিশ কে জীবন দিতে হতো না?
সরকার চাপে পড়ে ছাত্রদের যৌক্তিক দাবী কোটা আন্দোলনে কোটা সংস্কার করতে বাধ্য হতো!
২০১৮ সালের ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন থেকে ২০২৪ এসে সরকার পতনের আন্দোলন দানা বাঁধতে থাকে।
যদিও সরকার ছাত্রদের যৌক্তিক আন্দোলনে সকল দাবী দাওয়া মেনে নিলেও ছাত্ররা ক্যাম্পাসে ফিরতো না সরকার পতন না করে! কারণে হোক অকারণে হোক আমরা প্রভূত্ববাদী রাজনীতির শিকার। মুচলেকা দিয়ে আমাদের অভ্যাস গড়ে তুলতে পারলে ক্ষমতা কোন বিষয় নয়!
উল্টো পথে রাজপথে মোকাবিলা করার ঘোষনা প্রদান করে বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা ছাত্রলীগের নৈতিক আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে ও সরকারের পতন সুনিশ্চিত করে ছাত্র-জনতা নাম নিয়ে বিগত আঠারো বছর ক্ষমতার বাইরে থাকা দলগুলো।
আজকে দেশ ও দেশের মানুষ অপূরনীয় ক্ষয়-ক্ষতির সম্মুখীন হয়েছেন তা আওয়ামীলীগের দূর্নীতিবাজ নীতি বিবর্জিত নেতাদের জীবনকে হাজার বার বিনিময় করলেও তা পূরণ হবার নয়!
বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত হয়েছে গেজেট নোটিফিকেশনের মাধ্যমে! বাংলাদেশ ও বাংলাদেশের রাজনৈতিক আকাশে যে পরিসংখ্যান দেখা যায়, আর তা হলো ১৫/১৬ বছর পর পর রাজনৈতিক পটপরিবর্তন হয়! এখন দেখার বিষয় দেশ কতটা ভালো সময় পার করে……
(তারিখঃ তেইশে অক্টোবর ২০২৪)
🎤✒️লেখকঃ এস এম মনিরুজ্জামান আকাশ
কবি-কলামিস্ট,সাংবাদিক-গীতিকার,
পরিবেশ ও মানবাধিকার কর্মী,
সাবেক ছাত্রনেতা,
সভাপতি-
গ্রিন পিস বাংলা, পাবনা জেলা শাখা,পাবনা।
kdaakash2024pabna@gmail.com
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট