এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
(সুত্রঃ বেতারবন্ধু সায়মা সুলতানা শিউলী,
বঙ্গেশ্বর, মোহাম্মাদপুর, মাগুড়া-কে উৎসর্গীত)
মানুষ পৃথিবীতে ক’দিনের অতিথি মাত্র-
করেনা আত্ম সমালোচনা সাধনাতে,
নয়তো মানুষ কভুও করুনার পাত্র-
কামনার বানে জীবন প্রেমে মাতে।
পড়ে মনে ভালোবাসার কত প্রতিচ্ছবি,
প্রতিচ্ছবি একেই প্রেমিক হয় যে কবি…
ভালোবাসতে বল কার না খুব ইচ্ছে করে-
রাখে ধরে যদি ভালোবাসা কিন্চিত হয়,
বিলায় ভালোবেসে আপনাকে যে অপরে-
করেনা মতামত না মেনে সুদৃঢ় পরাজয়।
মান-অভিমান থেকে ভালোবাসার জন্ম,
কাল থেকে কালান্তরে পুর্ব থেকে প্রজন্ম!
সুপ্ত ভালোবাসা থাকে জমা হৃদয় গহীনে-
সত্ত্বায় বাড়ায় মায়া-টান হৃদ্যতা সচরাচর,
বাস্তবে প্রকৃত ভালোবাসা থাকে ব্যর্থ জনে-
আপনাকে ব্যর্থ করেও দেয়না প্রেমে আঁচর।
ব্যাপ্ত হোক সফল ভালোবাসা হৃদয় জয় করে,
এ হতভাগার জীবনে আজ তোমায় মনে পড়ে!
(তাং পঁচিশে অক্টোবর ২০০৬ ঈশায়ী,রাত:-১০:৪৮_১১:০৩ মনোয়ারা হালিম পাবলিক লাইব্রেরী,চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট