এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর,পাবনা।
(সুত্রঃ আমার স্বার্থপন বন্ধু যে আমার কাব্য স্বত্ত্বায়-কাব্য চিত্তে প্রতিচ্ছবির মতো নিবিড় ভাবে লেগে থাকে! সেই প্রিয় সুহাসিনী-সুকেশিনী অনলবর্ষী বক্তা প্রিয় বন্ধু-কে উৎসর্গীত)
পৃথিবী ক্ষন কালের ভালোবাসার স্থান-
নয় অজানা এ কথা মানুষের মনে,
প্রেমে মানুষ করেনা পশ্চাদে প্রস্থান-
যায় এগিয়ে উৎসুক প্রানে নির্ভীক নির্জনে।
ভালোবাসা থেকে হয় হৃদয়ের দৃঢ় বন্ধন-
পায় মানুষ ভালোবাসায় প্রশান্তি অবিরত,
মানুষ কি পারে বাঁচতে! ছেড়ে হৃদয়ের স্পন্দন-
অতৃপ্ত প্রেম লাভে মজে সাধনায় রীতিমত।
কলমে আঁকে সাদা কাগজে কাব্য কবি-
ফুটায় প্রেম ভাষা অপরুপ কাহিনী কথা,
তুলির আঁচরে শিল্পী আঁকে প্রেমে ছবি-
দুঃখ-সুখের মানস প্রতিচ্ছবিতে পেয়ে ব্যথা।
অতৃপ্ত ভালোবাসার মুল্য নেই কি! মুল্যায়নে-
জীর্ণতায় বাধা যে ভালোবাসার প্রত্যায়ন,
পায়না কেন সে ভালোবাসা ব্যর্থ প্রেমিক জনে-
পায় কেবল সহজাত প্রত্যাশায় বিরুপ জন।
আমি ভালোবাসি স্মৃতি চিহ্নে তব পদচিহ্ন-
যা করে দেয় স্মরণ তোমার প্রেম ও মায়া,
মনে পড়ে তোমার স্পর্শ ও এক অভিন্ন-
করে দান হৃদয়ে অসামান্য ব্যর্থতার ছায়া…
(তাং সাতাশে অক্টোবর ২০০৬ ঈশায়ী, রাতঃ২২:৩১__১২:৪৮, মহকক,চলনবিল, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট