(স্টাফ-রিপোর্টার)
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী (কান্দিপাড়া) নিবাসী প্রয়াত শিক্ষাবিদ আবেদ আলী মৌলভী’র জৈষ্ঠ্য নাতি ছেলে নেউতিগাছা
সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুল হাসান রাঙ্গা (৫২) (পিতাঃ আলহাজ্ব মোঃ আনোয়ার হোসেন মৌলভী,অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক-কচুগাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়)
মঙ্গলবার (২৯শে অক্টোবর ২০২৪) সকাল সাড়ে আটটার সময় ঢাকাস্থ বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন)।
তিনি ১৯৯২ সালে এসএসসি পাস করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পরবর্তী একাডেমিক শিক্ষা সমাপ্ত করেন।
তিনি তার পিতা মাতার চার সন্তানের মধ্যে দ্বিতীয় ও প্রথম পুত্র সন্তান ছিলেন। তিনি ২০০৭ সালের পহেলা জুলাই চাটমোহর উপজেলার মুলগ্রাম ইউনিয়নের নেউতিগাছা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন ও অসুস্থ হওয়ার পুর্ব পর্যন্ত যথারীতি ছাত্রছাত্রীদের শিক্ষা দান সহ দায়িত্ব পালন করে আসছিলেন। ব্যক্তি জীবনে তিনি এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। ছেলে খুলনা বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। মেয়ে চাটমোহর চাটমোহর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী। তার ছোট ভাই মোঃ হুমায়ন কবির স্বস্ত্রীক প্রাথমিক শিক্ষক। মরহুম কামরুল ইসলাম রাঙা’র মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি একজন সদালাপী ও মিশুক ব্যক্তি ছিলেন। সকলের সাথেই তার অত্যন্ত ঘনিষ্ঠতা ছিলো।
তার মৃত্যেুতে গভীর শোকাহত হয়েছেন তার শ্বশুর আলহাজ্ব মোঃ আব্দুল কুদ্দুস সরকার (অবসরপ্রাপ্ত শিক্ষক- ফৈলজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়), তিনি সকলের কাছে দোওয়া চেয়েছেন। এছাড়া ফৈলজানা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান হাফিজ, ফৈলজানা ইউনিয়ন পরিষদের সচিব মোঃ জাকির হোসেন,শাহাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মাহবুবুল আলম পিন্টু, ফৈলজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরকার মোস্তাক আহমেদ পান্না(বিএসসি):ব্যাংক এশিয়া ফৈলজানা শাখা,চাটমোহর পাবনার ব্যবস্থাপক এস এম মোহসীন আলম।সোহাগবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
এর সহকারী শিক্ষক মোঃ মোস্তাফিজুর রহমান সেলিম সরকার, নেংড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ কামরুল হাসান।
মরহুম কামরুল ইসলাম রাঙা’ দৈনিক খবর পদ্মাসেতুর বার্তা সম্পাদক এরশাদ আলম মনি সরকারের মেঝো দুলা ভাই ও
পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক গবেষক গীতিকার পরিবেশ মানবাধিকার কর্মী গ্রিন পিস বাংলা পাবনা জেলা শাখার সভাপতি- দৈনিক খবর পদ্মাসেতু ও স্বাধীন ৭১ এর পাবনা জেলা প্রতিনিধি,
প্রভাষক এস এম মনিরুজ্জামান (আকাশ) এর সম্পর্কে মামা।
মরহুমের প্রথম নামাজে জানাযা মঙ্গলবার বাদ আসর চাটমোহর ঐতিহাসিক শাহী মসজিদ চত্বরে অনুষ্ঠিত হয় ও দ্বিতীয় নামাজে জানাযা বাদ মাগরিব কচুগাড়ী ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ও পরে কচুগাড়ী জান্নাতুল মাওয়া গোরস্থানে দাফন করা হয়।
মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে সকল মুমিন মুসল্লী ও দেশবাসীর কাছে দোওয়া চেয়েছেন প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ ও এস এম মনি সরকার।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট