কলমেঃ মোল্লা মোহাম্মদ আলী ক্লে
তারিখঃ ১৫/১০/২০২৪ ইং
আল্লাহ আমার ঘরে দিলেন দ্বিতীয় রাজকন্যা
তাহার আগমনে এলো ঘরে খুশির বন্যা।
চৌদ্দশ ছয়চল্লিশ হিজরি তিন রবিউস সানি
বারটা হলো সোমবার সবাই ভালো বলেই জানি।
মুবাশশিরা সিদ্দিকা তার নামটা দিলাম রেখে
আল্লাহ তোমার বান্দিকে হায় তুমিই রেখো দেখে।
আমরা শুধু অছিলা আর তুমি মালিক সবার
তাহার জীবন গড়ার জন্য তোমায় দিলাম ভার।
মা আয়েশার মতোই দিয়ো তাকে স্মরণ শক্তি
মা খাদিজা, আছিয়ার ন্যায় করে দিনের ভক্তি।
ইচ্ছা আছে করবো তারে কোরআনের হাফেজ
আল্লাহ তোমার দয়া মায়ার নেই তুলোনা শেষ।
আমি ইচ্ছা যতোই করি তোমার হুকুম ছাড়া
কোরআন হাফেজ হবে না যে যতোই পড়ুক তারা।
তাইতো তোমার কাছেই দোয়া করি দিবস রাতি
মোবাশশিরা হয় যেন গো তোমার দিনের বাতি।
ধৈর্য দিয়ো তাকে নবীর সাহাবাদের মতো
তোমার দিন না ছাড়ে যেন বাঁধা আসুক যতো।
শয়তানের ওছুয়া থেকে হেফাজতে রেখো
দো-জাহানের মালিক খোদা তুমিই মোদের দেখো।
(৭ ই অক্টোবর ২০২৪ ইং, ২২ শে আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ, ৩রা রবিউস সানি ১৪৪৬ হিজরি। আমার দ্বতীয় কন্যা মুবাশশিরা সিদ্দিকা মুনতাহা বিনতে মোহাম্মদ আলী এর জন্ম উপলক্ষে আল্লাহকে ধন্যবাদ ও মেয়ের ভবিষ্যৎ নিয়ে আল্লাহর কাছে প্রার্থনা মুলক কবিতা।)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট