কবি হযরত আলী খান
চাতক পাখি পানি চায়
আকাশে উড়ে,
কখন মিলবে বড়িশন
সেই অপেক্ষা করে।
তৃষ্ণায় বুক ফেটে যায়
কিযে যন্ত্রণা,
ফুটিক জলের লাগি সে
করে আরাধনা
মেঘ উড়ে ভেসে বেড়ায়
হাওয়ায় হাওয়ায়,
আর্তনাদ করে বুঝায়
প্রাণটা বুঝি যায়।
নদী নালা খাল বিলে
পানির অভাব নাই,
খায়না সে অন্য পানি
কি করে বোঝাই।
(পাইকপাড়া, আটঘরিয়া, পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট