মোঃ নাঈম , কালিয়া , নড়াইল
নড়াইলের কালিয়ায় নানা উৎসাহ উদ্দীপনার মাধ্যমে অ’রাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন উৎসর্গের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । শুক্রবার (১ নভেম্বর ) সকাল ১১টায় উপজেলার কমিউনিটি সেন্টারে সংগঠনটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে স্বেচ্ছাসেবী মিলন মেলা ও আলোচনা সভার আয়োজন করা হয় ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা -পরিচালক মুহাফিজুল হক লাবিদের সভাপ্তিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের সাথে বক্তব্য পেশ করেন এম আব্দুল আহাদ, মামুনুর রশিদ ,শাহীদুল ইসালাম সহ সংগঠনটির উপদেষ্টা কে এম ওমর ফারুক, অনিক দাশ,সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম হৃদয় প্রমুখ।
এ সময় বক্তারা, বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যের পাশাপাশি বিগত সময়ের প্রতিবন্ধকতা পেরিয়ে একযোগে কাজ করায় সকল সেচ্ছাসেবীদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করেন । আগামীতে সততা ও নিষ্ঠার সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ।
“পাশে আছি, পাশে থাকবো, মানবতার সেবায় সমাজ গড়বো “- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০২১ সাল থেকে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে সেচ্ছাসেবী সংগঠন উৎসর্গ।
সংগঠনটি ২০২১ সালের এই দিনে অর্থাৎ পহেলা নভেম্বর তাদের যাত্রা শুরু করে।
সৃষ্টিলগ্ন থেকে সংগঠনটি মানবতার সেবায় আস্থার সাথে বিভিন্ন সেবামূলক কার্জক্রম পরিচালনা করে আসছে ।
আলোচনা সভা শেষে সংগঠনটির শ্রেষ্ঠ সেচ্ছাসেবী ও শ্রেষ্ঠ রক্তদাতা কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট