এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
(সুত্রঃ কবি মিনাক্ষী আক্তার মিনা-উৎসর্গীত)
একজনকে ভাবি তার কাব্যে-ধ্যান ধারনায়-
সে সত্যিই! অপূর্ব প্রজ্ঞাময়ী কবিতায়,
তার কাব্য চেতনা; প্রজ্ঞা প্রতিজ্ঞায়-
আমি বিমোহিত উচ্ছাসিত হই কাব্য চর্চায় ।
সেতো অনিন্দ্য কুমারী এক কাব্য ময়ী নারী-
তার প্রয়োজন কাব্য ক্ষেতে হতে যে সংসারী,
কত খুঁজি কুমারী কাব্যময়ী নারীকে-
পাইনা কেন তারে নিবিড় সাহিত্য নিরিখে…
হত আমি; বিমর্ষ আমি কাব্যময়ীর দ্বারে-
পাবো কি পাবোনা! ভাবি তারে জীবন নীড়ে,
তার কৃতকর্ম মুগ্ধ তৎপরতায় করে মোরে-
সে কি সত্যিই পরিচয় হীনতায় রবে দুরে!
তার স্পর্শ কত কোমল জানতে ইচ্ছে করে-
তার কাব্য মানস প্রতিমা যে রোজ ঘিরে ধরে,
হোক চলনে সে আরো প্রজ্জলিত বিমূর্তময়ী-
আমি তার ভক্ত হবো সদা প্রেমে কাব্য বিজয়ী……
(রচনাকালঃ ২রা নভেম্বর ২০০৬ ঈশায়ী, বিকেল-৩:৪৫__৩:৫৬, ম হ ক ক,চাটমোহর,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট