স্টাফ রিপোর্টার,
আর জে নুরনবী ইসলাম রাজ
মানবতার সেবায় মোরা বদ্ধপরিক।
❤️প্রিয়সুধী❤️
আজ ১ নভেম্বর ২০২৪, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ পাটগ্রামের মতবিনিময় ও আলোচনা সভা স্কাই ক্যাফ পাটগ্রামে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন পাটগ্রাম কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ এর আহবায়ক মোহাম্মদ লাবিদ হাসান এবং সভা পরিচালনা করেন মোঃ সুমন ইসলাম
💠উক্ত সভায় যে সব বিষয়ে আলোচনা করা হয় ও সিদ্ধান্ত নেওয়া হয়:
1️⃣ পরিচয় পর্ব
2️⃣ পাটগ্রাম উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্যবদ্ধতা প্রকাশ।
3️⃣কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ গঠন,
কেন্দ্রীয় কমিটি গঠন,
পূর্ণাঙ্গ পরিষদ গঠন।
4️⃣ ২৭ টি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি, সম্পাদকের মতামত।
5️⃣ আহ্বায়ক কমিটির সিদ্ধান্তে পূর্নাঙ্গ কমিটি দেয়ার সিদ্ধান্ত গ্রহণ।
6️⃣কেন্দ্রীয় কমিটি দেয়ার জন্য ৪ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির নাম ঘোষণা।
১.মোঃ স্বপনুজ্জামান মোনা।
২. মোঃ লাবিদ হাসান।
৩.মোঃ মামুন রানা।
৪. মোঃ আবু সাঈদ বাঁধন।
7️⃣ আগামী ৩ নভেম্বর ২০২৪ রবিবার অনলাইনে পূর্নাঙ্গ কমিটি ঘোষনা করা হবে।
8️⃣বিবিধ এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটিসহ, শুভাকাঙ্ক্ষী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ।
ধন্যবাদন্তে,
কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী পরিষদ পাটগ্রাম।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট