স্টাফ-রিপোর্টারঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের কচুগাড়ী মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে ২০০৩ সালের ৩ রা নভেম্বর রাত আট টা ঊনিশে জন্মগ্রহণ করেন কবি রওনক রউফ জাহান রাকা। পিতা মোঃ আব্দুর রউফ হাইকুল মালয়েশিয়া প্রবাসী ও মা হোসনেয়ারা জামান আল্পনা একজন সচেতন গৃহিণী।
ছোট ভাই হাজ্জাজ বিন আব্দুর রউফ স্বাধীন বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী। কবিও একজন বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী। কবি জন্ম সুত্রে শিশুকাল থেকে নানা ও মামাদের সংস্পর্শে থেকে কবিতা, ছড়ার প্রতি আসক্ত হয়ে পড়েন। কবি রওনক জাহান রাকার নানা পাবনা জেলার বিশিষ্ট কবি ও গীতিকার প্রয়াত আব্দুল হালিম মাস্টারের সংস্পর্শে থেকে মাত্র তিন বছর বয়সে লেখালেখির হাতে খড়ি। চাটমোহর পাবনা’র কিংবদন্তী সাংবাদিক মোঃ হাবিবুর রহমান (সম্পাদক ও প্রকাশক- চাটমোহর বার্তা) মনোয়ারা হালিম কাব্যকুঞ্জে আসলে কবি রওনক জাহান রাকা নানার মুখে শুনতে পান যে, কুটুম এসেছে!
জীবনের প্রথম বলে উঠেন সাংবাদিক হাবিবুর রহমান কে উদ্দেশ্য করে
“কুটুম কুটুম বসে পড়ো-
খাওয়া দাওয়া শুরু করো”
এভাবে চলতে থাকে, বাড়তে থাকে তার সাহিত্যের প্রতি টান।
কবি মামা পাবনা জেলার বিশিষ্ট কবি কলামিস্ট সাংবাদিক ও গবেষক গীতিকার প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ সহ নানা বাড়ীর সকলেই সাহিত্য চর্চায় নিরলস শ্রম দেওয়ায় তাদের সংস্পর্শ থেকে কবির সাহিত্য চর্চার প্রতি গভীর পদচারণা ঘটে।
কবি রওনক জাহান রাকা তার মামা বাড়ীর সাহিত্য চর্চার প্রতি গভীর আচ্ছন্ন এজন্য তিনি মুক্ত মনের অধিকারিনী। কবি ব্যক্তি জীবনে বিবাহিতা ও এক পুত্র সন্তানের জননী। পুত্র রোদ্দুর রায়ান আবু হুরায়রা বয়স (দুই বছর), স্বামী রেদোয়ান কাওসার একজন শিক্ষার্থী ও উদ্যোক্তা।
কবি রওনক জাহান রাকা’র শুভ জন্মবার্ষিকীতে দোওয়া চেয়েছেন দেশবাসী সহ সকলের কাছে।
কবির বিশতম জন্মবার্ষিকীতে দৈনিক খবর পদ্মাসেতুর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা ও অভিনন্দন রইলো।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট