হযরত আলী খান
দিনের দিন যায় ফুরিয়ে বুঝ মানে না মনেতে,
আই লাভ ইউ কোন দিনও বললেনা ইঙ্গিতে।
এতো বছর হয়ে গেল সংসার করলাম তোমার,
ভালোবাসা কি জিনিস বুঝতে পারিনি একবার।
কসমেটিকসের দোকানে আছে হরেক রকম পণ্য,
ভাবছিলাম তোমাকে বিয়ে করে জীবন হবে ধন্য।
ঘর করলাম তোমার আমি কি দিয়েছ আমায়,
গাধার মত খাটুনি খেটে জীবনের করলাম ক্ষয়।
স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সকলেই গল্পে কয়,
এই বিষয় টা বুঝলাম না আমারই বেলায়।
অবহেলা অনাদর আর অবঙ্গা করেছ আমায়,
তবুও তোমার জল সংসারে পরে আছি মায়া মমতায়।
বিয়ে বার্ষিকীতে কত মানুষ বউকে উপহার দেয়,
ভুল করেও একটা ফুল দিলেনা গুঁজে খোঁপায়।
পাশাপাশি বসে জোছনা রাতে রাখনি হাতে হাত,
সব মানুষেরই কিছুনা কিছু থাকে শখ আহ্লাদ।
মানুষ মানেই সামাজিক জীব সখ থাকে মনে মনে,
ফেয়ার এন্ড লাভলী স্নো দাও নি কোন দিন কিনে।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জীবন টাই করলে পার,
হাড়ে হাড়ে টের পেয়েছি বুঝতে বাকি নাই আর।
বললে না একবার
হযরত আলী খান
দিনের দিন যায় ফুরিয়ে বুঝ মানে না মনেতে,
আই লাভ ইউ কোন দিনও বললেনা ইঙ্গিতে।
এতো বছর হয়ে গেল সংসার করলাম তোমার,
ভালোবাসা কি জিনিস বুঝতে পারিনি একবার।
কসমেটিকসের দোকানে আছে হরেক রকম পণ্য,
ভাবছিলাম তোমাকে বিয়ে করে জীবন হবে ধন্য।
ঘর করলাম তোমার আমি কি দিয়েছ আমায়,
গাধার মত খাটুনি খেটে জীবনের করলাম ক্ষয়।
স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সকলেই গল্পে কয়,
এই বিষয় টা বুঝলাম না আমারই বেলায়।
অবহেলা অনাদর আর অবঙ্গা করেছ আমায়,
তবুও তোমার জল সংসারে পরে আছি মায়া মমতায়।
বিয়ে বার্ষিকীতে কত মানুষ বউকে উপহার দেয়,
ভুল করেও একটা ফুল দিলেনা গুঁজে খোঁপায়।
পাশাপাশি বসে জোছনা রাতে রাখনি হাতে হাত,
সব মানুষেরই কিছুনা কিছু থাকে শখ আহ্লাদ।
মানুষ মানেই সামাজিক জীব সখ থাকে মনে মনে,
ফেয়ার এন্ড লাভলী স্নো দাও নি কোন দিন কিনে।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জীবন টাই করলে পার,
হাড়ে হাড়ে টের পেয়েছি বুঝতে বাকি নাই আর।
তো
বললে না একবার
কলমেঃ হযরত আলী খান
(পাইকপাড়া, আটঘড়িয়া, পাবনা)
দিনের দিন যায় ফুরিয়ে বুঝ মানে না মনেতে,
আই লাভ ইউ কোন দিনও বললেনা ইঙ্গিতে।
এতো বছর হয়ে গেল সংসার করলাম তোমার,
ভালোবাসা কি জিনিস বুঝতে পারিনি একবার।
কসমেটিকসের দোকানে আছে হরেক রকম পণ্য,
ভাবছিলাম তোমাকে বিয়ে করে জীবন হবে ধন্য।
ঘর করলাম তোমার আমি কি দিয়েছ আমায়,
গাধার মত খাটুনি খেটে জীবনের করলাম ক্ষয়।
স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক সকলেই গল্পে কয়,
এই বিষয় টা বুঝলাম না আমারই বেলায়।
অবহেলা অনাদর আর অবঙ্গা করেছ আমায়,
তবুও তোমার জল সংসারে পরে আছি মায়া মমতায়।
বিয়ে বার্ষিকীতে কত মানুষ বউকে উপহার দেয়,
ভুল করেও একটা ফুল দিলেনা গুঁজে খোঁপায়।
পাশাপাশি বসে জোছনা রাতে রাখনি হাতে হাত,
সব মানুষেরই কিছুনা কিছু থাকে শখ আহ্লাদ।
মানুষ মানেই সামাজিক জীব সখ থাকে মনে মনে,
ফেয়ার এন্ড লাভলী স্নো দাও নি কোন দিন কিনে।
মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে জীবন টাই করলে পার,
হাড়ে হাড়ে টের পেয়েছি বুঝতে বাকি নাই আর।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট