খবর পদ্মা সেতু নিউজ
জানা গেছে জীবন খা (২৩) পিতা মোহাম্মদ পল্লু খা, গ্রাম চাচড়া চোর মারা দিঘীরপাড়। যশোর সিটি কেবল এর কালেকশন ম্যান। সন্ত্রাসী ১ মোহাম্মদ রিক্ত (২৫) পিতা জাবেদ, গ্রাম চাচড়া চোর মারা দিঘীরপাড়,
ইতিপূর্বে বিভিন্ন সময় জীবন খার
নিকট চাঁদা দাবি করে আসছিল। চাহিদা মত চাঁদার টাকা না দেওয়ায় ০২/১১/২৪ রাত আনুমানিক ০৮ টার সময় নিজ এলাকায় ডেকে নিয়ে গিয়ে বাম হাতে ও বাম পায়ের রানে চাকু দ্বারা তিনটি আঘাত করে শরীরের বিভিন্ন জায়গায় যখম করে।
পরে স্থানীয় লোকজন তার চিৎকার সুনে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য রাত ০৯টার দিকে যশোর সদর হাসপাতাল এনে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বলে জানা যায় তার শারীরিক অবস্থা আশঙ্কা মুক্ত। জিবন খাঁ জানান হঠাৎ করে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকের ছয়লব রুখতে ০৫ নং ওয়ার্ডে গত শুক্রবার দিনে এলাকায় শান্তি কমিটির জন্য আহবান জানায় এলাকার গণ্যমান্য ব্যক্তিদের কাছে, কিন্তু কারণ ছাড়াই হঠাৎ করে নিজ এলাকার এক বাড়ির ভাড়াটিয়া জাবেদের ছেলে সন্ত্রাসী রিক্ত (২৫) আমাকে বিভিন্নভাবে শান্তি কমিটির না হওয়ার জন্য রিক্ত সহ চার পাঁচ জন সন্ত্রাসী বাধা সৃষ্টি করে আসতেছে , আমি যশোর সিটিক্যাবলের ৫নং ওয়ার্ডের চাকরি করি এক পর্যায়ে গত রবিবারে আমার কাছে ত্রিশ হাজার টাকার চাদা দাবি করে, আমি দিতে অস্বীকার করলে,। রাতে আমাকে ফোন করে ডেকে সন্ত্রাসী রিক্ত তার দলবল নিয়ে আমার উপরে হামলা চালায় এতে আমি গুরুতর আহত হয়েছি। তবে এ ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটা অভিযোগ দায়ের প্রক্রিয়া চলছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট