স্টাফ-রিপোর্টারঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার চাটমোহর পৌরসদরস্থ মুক্তিযুদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার উন্নয়ন প্রকল্পে বিগত অর্থবছরে (২০২৩-২৪) সরকারের টিআর কর্মসূচির আওতায় দ্বিতীয় কিস্তির বরাদ্দকৃত অর্থ বাস্তবায়নের জন্য পাবনার চাটমোহর উপজেলায় ৫টি প্রকল্প অনুমোদন হয়। উপজেলা গ্রামীণ অবকাঠামো সংস্কার ও রক্ষণাবেক্ষণ কমিটির সভায় অনুমোদিত এসব প্রকল্পের মধ্যে দুটি প্রকল্পের অবস্থানের অস্তিত্ব নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানা প্রশ্ন উঠেছে। প্রকল্প বাস্তবায়ন কমিটিতে যে ৫ জনের নাম রয়েছে,তাদের মধ্যে তিনজন সাংবাদিকো চাটমোহর প্রেসক্লাবের সাথে সম্পৃক্ত। তারা হচ্ছেন-
প্রকল্পের নাম; মুক্তি যোদ্ধের শহীদ স্মৃতি পাঠাগার উন্নয়ন। বরাদ্দ ৩,০০,০০০/- টাকা। প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি রকিবুর রহমান টুকুন, তিনি চাটমোহর থেকে প্রকাশিত দৈনিক চলনবিল পত্রিকার সম্পাদক।
চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান, পিতা: মো: আফজাল হোসেন,শিবাখালি, চাটমোহর,পাবনা। প্রকল্প বাস্তবায়ন কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- মো: অাবদুর রহমান,পিতা: আ: রহিম সরকার,গ্রাম: আগ সোয়াইল,চাটমোহর,পাবনা।
অপর সদস্য শুভাশীষ ভট্রাচার্য তুষার দৈনিক। আজকের পত্রিকা’র চাটমোহর প্রতিনিধি।তিনি চাটমোহর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক।
বিপ্লব অাচার্য্য,তিনি চাটমোহর প্রেসক্লাবের সদস্য।প্রেসক্লাবের বিগত নির্বাচনে নির্বাচন কমিশনের সদস্য ছিলেন। এ প্রকল্পের ৩ জন সাংবাদিক রয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে বর্ণিত প্রকল্পের কোন কার্যক্রম আপাতত চাটমোহরে দেখা যাচ্ছে না। তাহলে ঊক্ত প্রকল্পের ৩,০০,০০০/- টাকা গেলো কোথায়।
প্রকল্প সংশ্লিষ্ট চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কোন ক্রমেইএ প্রকল্পের অনিয়ম ও দূর্ণীতির দায় এড়াতে পারেন না। এ প্রকল্পটি তদন্তে দুদুকের হস্তক্ষেপ কামনাসহ প্রশাসনিক তদন্তের দাবী জানানো যাচ্ছে।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট