রুটি ওয়ালাকে ধরে আনো, এই অন্যায় মানা যায় না
রাজার রাজ্যে ১ লোক রুটি বিক্রি করতো। সে একমাত্র রুটি বিক্রেতা।
সে একদিন রাজার কাছে গিয়ে বললঃ ‘হুজুর, অনেক বৎসর ৫ টাকা করে রুটি বিক্রি করি। এখন দাম বাড়িয়ে ১০ টাকা করতে চাই। আপনি যদি অনুমতি দেন!’
রাজা বললেন, ‘যা কাল থেকে ৩০ টাকা রুটির দাম!’
দোকানী বলল, ‘না হুজুর, আমার ১০ টাকা হলেই চলবে!’
রাজা বললেন, ‘চুপ করে থাক! আর আমি যে দাম বাড়াতে বলেছি, কাউকে বলবিনা!’
রুটি ওয়ালা খুশিমনে ফিরে গেল।
পরদিন থেকে তার রুটির দাম ৩০ টাকা!
সারা রাজ্যে প্রতিবাদ! জনগণ ক্ষেপে গিয়ে রাজার কাছে বিচার দিল, ‘হুজুর, আমাদের বাঁচান! এ কি অন্যায়! ৫ টাকার রুটি ৩০ টাকা হলে আমরা বাচবো কি খেয়ে!’
রাজা হুংকার দিলেন, ‘রুটি ওয়ালাকে ধরে আনো! এই অন্যায় মানা যায় না!’
তারপর ঘোষণা দিলেন কাল থেকে রুটির দাম অর্ধেক (মানে ১৫ টাকা!)
সারা রাজ্যে ধন্য ধন্য পড়ে গেল! শুধু এমন একজন রাজা ছিলো বলে! না হলে জনগণের কি হতো!
রুটি ওয়ালা খুশি!
জনগণও খুশি!
রাজাও খুশি!
এরপর রাজা গোপনে রুটিওয়ালাকে ডেকে আনলো ও বলল তুমি রুটির দাম ১০ টাকা রেখে বাকি ৫ টাকা আমাকে দিবে কেউ যেন না জানে।
(সংগৃহীত)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট