(আরএমপি এস এম মনিরুজ্জামান আকাশ)
পাবনা জেলার চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর উপজেলার বিভিন্ন এলাকার থেকে পল্লী চিকিৎসকগন দেশের স্বনামধন্য আয়ুর্বেদিক ও হার্বাল মেডিসিন প্রস্ততকারী প্রতিষ্ঠান “এস.বি.ল্যাবরেটরীজ(আয়ুর্বেদিক)লিমিটেড ও এসবি হার্বাল এন্ড নিউট্রাসিউটিক্যাল” এর কর্নধার পরম শ্রদ্ধেয় ও গুনীন শিবব্রত রায় এর আমন্ত্রণে সোমবার (৪ঠা নভেম্বর ২০২৪) শিক্ষানগরী রাজশাহী মহানগরী।
সোমবার সকাল নয় ঘটিকার সময় পাবনা জেলার ঐতিহ্যবাহী চাটমোহর সরকারী রাজা চন্দ্র নাথ বাবু শম্ভু নাথ মডেল পাইলট উচ্চ বিদ্যালয় গেট থেকে দুই টা হাইচ-এ চড়ে রওয়ানা হই। পথিমধ্যে দেশের প্রখ্যাত সাহিত্যিক প্রমথ চৌধুরীর বাস্তু ভিটা পরিদর্শন করে বড়াই গ্রাম উপজেলার জোনাইল বাজার ভায়া রাজ্জাক মোড় অতিক্রম করে বনপাড়া হয়ে নাটোর বাইপাস অতিক্রম করে রাজশাহী মহানগরস্থ কৈচুয়াতল এস.বি.ল্যাবরেটরীজের কারখানায় পৌছাই দুপর পৌনে বারোটার সময়। পূর্ব থেকেই অপেক্ষমান এসবি ল্যাবরেটরিজ কর্তৃপক্ষ রজনীগন্ধা
গোলাপ স্টিক দিয়ে আমাদেরকে বরণ করে নেন।
আমরা এস.বি.ল্যাবরেটরীজে উপস্থিত হয়ে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হওয়ার পরে ফ্রেশ হয়ে নাস্তা কফি পান করি। এস.বি.ল্যাবরেটরীজের জিএম, আএসএম মোঃ রফিকুল ইসলাম রফিক, কেমিস্ট, ইঞ্জিনিয়ার সহ সকল স্টাফদের সুকোমল ব্যবহারে সকল বিমুগ্ধ হয়ে যাই।
পরবর্তীকালে আমরা এস.বি. ল্যাবরেটরীজ দর্শনার্থী পল্লী চিকিৎসক গন দুই ভাগে বিভক্ত হয়ে নিরাপত্তা জনিত গ্লোভস, অ্যাপ্রোন,ক্যাপ পরিহিত অবস্থায় দুই ঘন্টা যাবৎ এস.বি.ল্যাবরেটরীজের বিভিন্ন টেকনিক্যাল যন্ত্রপাতি, ঔষুধ প্রস্তুতের কাচামালের র’ম্যাটেরিয়ালস, ইন্সস্ট্রুম্যান পরিদর্শন করি। এস.বি.ল্যাবরেটরীজের কারখানা পরিদর্শন করে আমাদের এক অনন্য অভিজ্ঞতা অর্জন হয়। ভেতরে ও বাইরে কি কি পার্থক্য! আমরা তা দেখে বিস্মিত হই।
বাইরে থেকে একটুও আলো-বাতাস ঢোকার মত পরিস্থিতি নেই। আমরা আড়াই টার সময় সালাতুল জোহর আদায় করে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহন করি।
এস.বি.ল্যাবরেটরীজ কর্তৃপক্ষের আতিথেয়তায় আমরা সানন্দে চিত্তে আবারও মুগ্ধ হয়ে পড়ি। বিরিয়ানীসহ হরেক রকম খাবারের আয়োজন মিষ্টি-দধি, বোরহানি সহ কোমল পানীয় জলের সমাহারে মন জুড়িয়ে যায়। ভোজ শেষে যথারীতি আমাদের সম্মানার্থে উপস্থিত হন এস.বি. ল্যাবরেটরীজের ডিএমডি সৌরভ রায়। ডিএমডি আমাদের উপস্থিতিতে নিজেকে ধন্য মনে করেন এবং গুনগত মানসম্মত ঔষধ প্রস্তুতের বিষয়ে আমাদেরকে তিনি পুরোপুরি ভরসা দান করেন। তিনি বলেন গুনগত মানসম্পন্ন ঔষধ তৈরীতে খরচ বেশি পড়ে বলে আপনারা বেশি বেশি ঔষধ চালাতে পারবেন। ভরসা ও আস্থার জায়গা থেকে এস.বি ল্যাবরেটরীজ আপনাদের মন অনেক পূর্বেই জয় করেছে এটা আমি জানি! বেশি করে এস. বি ল্যাবরেটরীজ উৎপাদিত ঔষধ বিক্রয় করতে উৎসাহিত করেন। তিনি এমডি সাহেবের পক্ষ থেকে বলেন, এমডি সাহেব ব্যবসায়িক কাজে বিদেশে অবস্থান করায় আন্তরিক ভাবে দুঃখ প্রকাশ করছি, তিনি থাকলে খুবই খুশি হতেন।
পাশাপাশি এস.বি. ল্যাবরেটরীজের জিএম মহোদয় বলেন আমরা দেশসেবার অংশ হিসেবে গুনগত মানসম্মত ঔষধ উৎপাদন করি ও আপনাদের হাতে পৌঁছে দেই, আগামীতে আমরা এস.বি.ফার্মাসিউটিক্যাল ডিভিশনও সংযুক্ত করবো কাগজ পত্র প্রক্রিয়াধীন রয়েছে, আশা করি আপনাদের চলমান সহযোগিতা অব্যাহত থাকবে।
এস.বি.ল্যাবরেটরীজের আরএসএম মোঃ রফিকুল ইসলাম রফিক বলেন আমি এস.বি. ল্যাবরেটরীজের জন্মলগ্ন থেকে সঙ্গে আছি! এস.বি. ল্যাবরেটরীজ এখন আগের চেয়ে অনেক গুন এগিয়ে গেছে। সারা বাংলাদেশে এস.বি.ল্যাবরেটরীজের ঔষধ পাওয়া যায়। তিনি আরএমপি এস এম মনিরুজ্জামান আকাশ কে উদ্দেশ্য করে বলেন আমি আজ থেকে কুড়ি বছর কবি ফার্মেসীতে গিয়েছিলাম ভিজিট করতে এমপিও আব্দুল মালেকের সঙ্গে। এখনও কবি আকাশ ভাই আমাদের এস.বি. ল্যাবরেটরীজের উৎপাদিত ঔষধ দাপটের সঙ্গে চালিয়ে যাচ্ছেন ও খুবই রেজাল্ট পাচ্ছেন। এস.বি.ল্যাবরেটরীজের চাটমোহর ভাঙ্গুড়া ফরিদপুর এলাকার এমপিও মজিদ মনির উপস্থিত সকল পল্লী চিকিৎসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনাদের ঐকান্তিক সহযোগিতায় এস.বি.ল্যাবরেটরীজ দেশের প্রথম সারির আয়ুর্বেদিক ঔষধ প্রস্তুত কারী প্রতিষ্ঠান। একশত চল্লিশ প্রকারেরও অধিক ধরনের ঔষধ প্রস্তুত করে এস.বি. ল্যাবরেটরীজ।তিনি ভবিষ্যতেও সকলকে পাশে থাকার বিনীত অনুরোধ করেছেন।
কবি ফার্মেসীর স্বত্বাধিকারী ফার্মাসিস্ট @এস এম মনিরুজ্জামান আকাশ (RMP) এস.বি.ল্যাবরেটরীজ কর্তৃপক্ষের উদ্দেশ্যে বলেন, আমি বিগত সময় বিভিন্ন ল্যাবরেটরীজ পরিদর্শন করে আজকের অভিজ্ঞতাকে পাথেও করে নিলাম। পরিবেশ ও মানসিকতার দিক থেকে এস.বি.ল্যাবরেটরীজের ঔষধ আমি প্রায় বিগত দুই যুগ ধরে মানব সেবায় ব্যবহার করে আসছি ইনশা আল্লাহ এই ধারাবাহিকতা অনাদিকাল অব্যাহত থাকবে। যে সকল পল্লী চিকিৎসকবৃন্দ এস.বি.ল্যাবরেটরীজ পরিদর্শন করেছেন যথাক্রমে ফরিদপুর উপজেলা থেকে আলহাজ্ব মোঃ মিলন হোসেন(মাছুয়াঘাটা), মোঃ জাহিদ হাসান (নারায়নপুর),
ভাঙ্গুড়া উপজেলা থেকে মোঃ রফিকুল ইসলাম মাস্টার(নূরনগর), মোঃ কামাল হোসেন (এরশাদ নগর)
মোঃ রাজু আহমেদ(রাঙ্গালিয়া বাজার),
চাটমোহর উপজেলা থেকে শ্রী উজ্জ্বল কুমার(থানা বাজার) শ্রী সবুজ কুমার(গুনাইগাছা বাজার) মোঃ শিহাব (বিএলবাড়ী বাজার), মোঃ ডাবলু (ধানকুনিয়া বাজার),
মোঃ রেজাউল করিম মাস্টার (কাতুলি বাজার), মোঃ শামীম রেজা (ডিবিগ্রাম বাজার) মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ রনি আহমেদ (শরৎগঞ্জ বাজার) মাওলানা মোঃ সরোয়ার হোসেন (কচুগাড়ী), মোঃ কামরুল হাসান মাস্টার (কচুগাড়ী), মোঃ মতিয়ার রহমান (হিড়িন্দা বাজার) মোঃ জাহাঙ্গীর আলম জাকির(হিড়িন্দা বাজার),
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (হালিমপুর বাজার)। এস.বি.ল্যাবরেটরীজ পরিদর্শন শেষে উপহার সামগ্রী তুলে দেন কর্তৃপক্ষ সকল পল্লী চিকিৎসকদের হাতে! আমরা সুর্যাস্ত দেখতে রাজশাহী চিড়িয়াখানা সংলগ্ন পদ্মাপাড়ে চলে যাই ও সুর্যাস্ত দেখে ফিরে আসি চলনবিলের দক্ষিণ পাড় চাটমোহরে মায়ের ছেলে বউয়ের কোলে! এক অসাধারণ আবেগ উচ্ছ্বাস ও অনুভূতি নিয়ে ফিরে আসি যা কোন দিনই ভুলে যাবো না……(৪টা নভেম্বর ২০২৪)
✒️🎤প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (ফার্মাসিস্ট ও আরএমি) হালিমপুর হিড়িন্দা বাজার, ফৈলজানা, চাটমোহর,পাবনা।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট