স্টাফ-রিপোর্টারঃ
পাবনা জেলার চাটমোহর উপজেলার মথুরাপুর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর পরিচালক মন্ডলীর নির্বাচন অনুষ্ঠিত হয় শুক্রবার (আট নভেম্বর ২০২৪ ইং) সকাল থেকে টানা ভোট গ্রহন চলে। মোট ১২ টি পদের মধ্যে ১১ টি পদের প্রতিদন্দি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দিতায় বিজয়ী হন। শুধু মাত্র চেয়ারম্যান পদে
মিঃ আভাষ গমেজ (চেয়ার প্রতীক)ও মিঃ লিখন রোজারিও
(আনারস প্রতীক) প্রতিদ্বন্দ্বিতা করেন। বিপুল ভোটের ব্যবধানে মিঃ আভাষ গমেজ মথুরাপুর খ্রিষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। মোট ভোটার সংখ্যা ৯৭৪ (পুরুষ ৪৭৬ ও মহিলা ৪৯৮)জন। কাস্টিং ভোট সংখ্যা ৫২৬। মিঃ আভাষ গমেজে চেয়ার প্রতীকে প্রাপ্ত ভোটের সংখ্যা ৩৬৩ ভোট। তার প্রতিদন্দ্বি প্রার্থী মিঃ লিখন রোজারিও আনারস প্রতীকে পেয়েছেন ১৬১ ভোট।
বাতিল ভোটের সংখ্যা ২টি।।
বিনাপ্রতিদন্দ্বিতায় নির্বাচিতরা হলেন-
ভাইস চেয়ারম্যান জোসেফ পালমা।
সাধারণ সম্পাদক মিঃ সুবল গমেজ।
ট্রেজারার পংকজ কোড়াইয়া,
ডিরেক্টরগণ হলেন- আশা সিসিরিয়া রোজারিও,
সুবীর গমেজ, বার্নাড রিবেরু,পিটার গমেজ,লিচি কস্তা,
পেট্রিক গমেজ,রুবেল কস্তা,অনল গাব্রিয়েল।
মধুরাপুর খ্রিস্টান কো-অপারেটিভ
ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এর নবনির্বাচিত চেয়ারম্যান মিঃ আভাষ গমেজ সহ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত সকল বিজয়ী কর্মকর্তাদের কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দান করেছেন পাবনা জেলার বিশিষ্ট কবি-কলামিস্ট, সাংবাদিক-গবেষক,পরিবেশ ও মানবাধিকার কর্মী-
প্রভাষক এস এম মনিরুজ্জামান আকাশ (সভাপতি-গ্রিনপিস বাংলা পাবনা জেলা শাখা)।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট