জেলা প্রতিনিধি, ঝিনাইদহ
ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকীকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুমানা আফরোজ এ রিমান্ড মঞ্জুর করেন।ঝিনাইদহ সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। জামায়াতে ইসলামীর কর্মী আব্দুস সালাম হত্যাসহ আরো দুটি মামলায় তাকে আটক করে আদালতে নেওয়া হয় মহামান্য আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে ঢাকার নবীনগর থেকে সাবেক এমপি তাহজীব আলমকে গ্রেপ্তার করে র্যাব।তাহজীব আলম সিদ্দিকী ঝিনাইদহ-২ আসন থেকে ২০১৪ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে তিনি ২০১৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে নৌকার প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট