প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
রইলো বাকি হিসাবের খাতায় তোমাদের হিসাব টুক-
সময় হলেই দিতে হবে সুদ সমেত ফিরিয়ে পেতে বুক,
করছো যা; মনেরেখো তা পারবে সইতে ভেবেছো কি-
পরিমাপে রোজ ঠাওর করতে পারবেনা কত দুধে ওঠে ঘি!
দুধ জাল করে তোলা হয় শ্বর; তা থেকেই তোলা হয় ঘি-
ঈশ্বরতো চলে আপন রাজ্যে মতি-গতি বোঝা যায়না কি,
নিজ কৃপায় চলতে গিয়ে গেরস্তেরও পদক্ষেপে ভূল ঘটে-
অপদস্ত নির্বুদ্ধিতায় মানব ঈশ্বর অপমানিত হয় ভূতটে!
সেজেছো উড়ে এসে জুড়ে মাথায় বসে মানব ঈশ্বর রুপে-
দিতে যেনো না হয় জীবন ব্যর্থতার পরাভূত গ্লানিতে সঁপে,
সংস্কারকামী জনরোষে হতে হলে সফল ধীর স্থির ভাবে-
শত্রুতা বৈরিতা বুদ্ধিদ্বীপ্ততায় সংযমে লুকিয়ে রাখতে হবে!
দমফাটানো আর্তনাদে যে শোষকের আসন উঠে কেঁপে-
গুলির ভয়ে ভীত না হয়ে বুকে পেতে যায় সম্মুখে খেপে,
জনে-জনে মিলে হয় শতক হাজার লক্ষাধিক বা কোটি-
রক্ত চক্ষুকে উপেক্ষা করে বিপ্লব সংগ্রামে হয় পরিপাটি!
করিছে প্রতীক্ষা সময় সংযমের বাতায়ন খুলে অগ্রসরে-
হয়তো বাঁধবে মহাযুদ্ধ মহাপ্রলয় সুরে বাংলার ঘরে ঘরে,
পরিপাটি সতেজ দেশটি কিছু লোকের নগ্ন প্ররোচনায়-
হাজারো আঁচলের ফুল মাটিতে লুটিয়ে গড়াগড়ি খায়!
ভেতরে বাহিরে সদা জাগ্রত ছিলো শকুনের তীক্ষ্ণ দৃষ্টি-
করেছে তারা মাতৃকার বুকে চেতনা বিভেদে ফাটলসৃষ্টি,
মুক্ত আকাশ ছিলো যে দেশে;জমিয়েছো মেঘের ভেলা-
ভুলে যেওনা মনে রেখো,রইলো হিসাবের খাতা খোলা!
(তারিখঃ সাতই নভেম্বর ২০২৪ঈশায়ী, বৃহস্পতিবার,
সকালঃ ০৯:৩০__১০:০০, মনোয়ারা হালিম কাব্যকুঞ্জ,
চলনবিল পাবনা, বাংলাদেশ)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট