হযরত আলী খান
(পাইকপাড়া, আটঘড়িয়া, পাবনা)
কালো হোক ফর্সা হোক কিবা
আসে যায়,
একটা সময় সেই মানুষটাই
কাছে কাছে রয়।
ভেতর থেকে অনুভূতির
সক্ষমতা যার,
সম্পৃক্ততা বজায় রেখে
করতে চায় পার।
পুত্র সন্তান ভাই-বোনেরা
তুচ্ছ ভাবে তখন,
আপদ বালাই ঝুটঝামেলা
পরগাছা হয় যখন।
বয়স যখন ক্রস করে যায়,
সত্তর কিম্বা আশি,
সব খানে তেই গলার কাঁটা
ফুটবে রাশি রাশি।
অর্ধাঙ্গিনী নামের মানুষটা
সর্বে সরবা রয়,
সুস্থ থাকতে সেই তো তখন
পরাণ পাখি হয়।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট