এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ, চাটমোহর, পাবনা।
(সুত্রঃ আমার প্রিয় স্বার্থপন বন্ধু-কে প্রানোচ্ছাসিত উচ্ছ্বাসে নির্মল নিরেট নির্মোহ ভাবনায় ভালোবাসায় উৎসর্গীত)
আমি একজনকে খুঁজি শুধু তুলি-তে
আঁকতে বসন্ত রঙে হাজারও বসন্তে,
তুমি বলবো তাকে এ দৃঢ় প্রত্যাশা-
হৃদয়ে রপ্ত করে কলম ধরেছি হাতে…
তাকে তুমি বলে এ বুকে জড়াবো-
বলবো এ হৃদয়ের সব কথা খুলে,
হবো একান্তই শুধু তার এই আমি-
সে রাখবে হৃদয়ের মনি কোঠায় তুলে !
বিলাবো তাকে সুখ-দুঃখের অংশ-
কোমল স্পর্শ; মৃদু হাসি-উঞ্চ ছোঁয়া,
তার নিবিড় আলিঙ্গনে শিহরিত হবো-
তাকে পেলে বাহু বন্ধনে হবে সব পাওয়া !
তারে হাতে রবে হাত চোখে চোখ-
ওষ্ঠাদেশে প্রেমে বিলাবো মধু রস,
হৃদয়ে হৃদয় রবে শরীরের সাথে শরীর-
হয়ে যাবো ক্লান্তিতে দুটি দেহ বিবশ !
তার কামনা-বাসনা সদা সব ঘিরে-
রাখবো এ হৃদয়ের রানী করে সারাক্ষন,
আত্মার অংশে সে তৎপরতায় থাকবে মিশে-
যে একান্তই হবে-রবে প্রেমে আমার আপন……
(রচনাকালঃ ১৪ই নভেম্বর ২০০৬ইং,
মঙ্গলবার, রাত-১০:০৬__১০:১৬,
ভাওরাঈদ মাষ্টারবাড়ী,সদর,গাজীপুর)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট