মোঃ নাঈম, নড়াইল জেলা প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় উপজেলা ও পৌর বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত । আজ শুক্রবার (১৫ নভেম্বর ) সম্মেলন উপলক্ষ্যে উপজেলার কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় সকাল থেকেই ছিল নেতাকর্মীদের পদচারণায় মুখরিত ।
এ দিন , উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল নির্বাচনে প্রতিদ্বন্দিতা করে উপজেলায় সভাপতি পদে সরদার আনোয়ার হোসেন , সাধারণ সম্পাদক পদে স ম ও্য়াহিদুজ্জামান মিলু এবং সাংগঠনিক সম্পাদক পদে গোলাম রব্বানী নির্বাচিত হয়েছেন ।
এছাড়াও কালিয়া পৌর বিএনপির সভাপতি পদে শেখ সেলিম হোসেন, সাধারণ সম্পাদক পদে সেলিম রেজা ইউসুফ, ও সাংগঠনিক সম্পাদক পদে আশিকুর রহমান রুবেল নির্বাচিত হয়েছেন ।
উক্ত নির্বাচনে কালিয়া উপজেলার ৫৬৮ জন এর মধ্যে ৫৫০ জন ও পৌর বিএনপির ৪৫৯ জন ভোটারের মধ্যে ৪৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন ।
উক্ত সম্মেলনে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ( খুলনা ) জয়ন্ত কুমার কুন্ডু , জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম,সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী আহসান , যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার এজাজুল হাসান বাবু, সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ সহ হাজারো নেতাকর্মী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রানিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন ।
সম্মেলনে বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নীতি আদর্শ মেনে চলে দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে কাধে কাঁধ মিলিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে একযোগে কাজ করার আহব্বান জানান ।তারা বলেন, জাতীয় নির্বাচনের আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দল পুনর্গঠনের লক্ষ্যে এ কাউন্সিল নির্বাচন । নিজেদের মধ্যে ভেদাভেদ সৃষ্টি না করে সকল নেতাকর্মীকে ঐক্যবধ্যভাবে ধানের শীষের হয়ে কাজ করার আহব্বান জানান ।
উল্লেখ্য সভাপতি পদে সরদার আনোয়ার হোসেন চেয়ার প্রতীক নিয়ে ৪০৭ ভোট পেয়ে আগামী ২ বছরের জন্য সভাপতি নির্বচিত হন । সাধারণ সম্পাদক পদে সম ওয়াহিদুজ্জামান মিলু আনারস প্রতিক নিয়ে ২৮৬ ভোট পেয়ে নির্বাচিত হন। সাংগঠনিক সম্পাদক পদে টিউবওয়েল প্রতীক নিয়ে গোলাম রাব্বানী নির্বাচিত হয়েছেন।
এছাড়াও পৌর বিএনপি সভাপতি পদে শেখ সেলিম চেয়ার প্রতীক নিয়ে ২৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।পৌর সাধারণ সম্পাদক হিসেবে আনারস প্রতিকের সেলিম রেজা ইউসুফ ২৪৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট