এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর, পাবনা।
জীবনের অস্তিত্ব খুঁজে পাও যেথায়-
সেথায় যাও ফিরে না ভেবে কোন কিছু,
দেখবে হয়েছো জয়ী জীবন বাস্তবতায়-
পাবে ফিরে সকল কিছু গিয়েছে ফিরে পিছু…
আসবে সফলতা সুদিন জীবনের রঙে-
গতিও আসবে ফিরে জীবনে চলার পথে,
হয়তো জীবন বদলাবেনা বিরুপ ঢংয়ে-
থাকবে ঐক্যে সম্প্রীতির প্রয়াসে এক সাথে!
তোমাকে রুখবে সাধ্য আছে কার এ সময়ে-
যা বলবে তাই সঠিক সময়ের সুর কথায়,
পরাভূত হবে সকল তোষামোদি বিষাদ ময়ে-
পরিস্থিতি নির্ভর করবে যে গতি প্রমত্ততায়!
তুমি নাঙ্গা পর্বত ভূমির উপর নিমগ্ন স্থবির-
কে আছে শুধাবে তোমায় সঠিক না বেঠিক,
হোক পদচারনায় প্রতিবাদ সুবিন্যস্ত নিবিড়-
আস্থা নির্ভর মুহুর্ত ব্যপ্ত হোক বর্ণিল চতুর্দিক!
সময় আসবেই সময়ের দাবীতে সোচ্চার হয়ে-
আপনার সাথে অপরেরও হবে মুখোমুখি কথা,
রুঢ় ভাষায় হবে বাক্যালাপ সত্য সুন্দর জয়ে-
অযাচিত অশোভন ব্যবহারে কেউ পাবেনা ব্যথা।
সত্য ও ন্যায় হলেও তিক্ত তবুও গ্রাহ্য সকলের-
সত্যকে রাখতে হবে সমুন্নত সময়ের বিজয়েই,
না দিয়ে বিসর্জন বোধ মর্যাদা আত্মসম্মান ঢেড়-
নায় নীতি নৈতিকতা প্রতিবাদে হবে কথা সময়েই!
(তারিখঃ সতেরোই নভেম্বর ২০২১ ঈশায়ী,
১৫:১৮__১৫:৪০,মহকক,চলনবিল পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট