এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স) কলেজ,
চাটমোহর পাবনা।
তুমি ছিলে আমার’ এই বুকে আছো যে তুমি রবে-
খুঁজেছি তোমাকে দেবো ভালোবাসা স্পর্শিত বাস্তবে।।
তুমি যে আমার এই বুকে জাগিয়েছো আশার আলো-
চাইযে তোমাকে রোজ সারাক্ষণ হৃদয়ে বাসতে ভালো।।
তোমার প্রেরণায় প্রেমিক হয়ে লিখি কবিতা স্বভাবে-
খুঁজেছি তোমাকে দেবো ভালোবাসা স্পর্শিত বাস্তবে…
তুমি যে ওগো বাড়াও মায়া এই নিঃস্ব মনের গহীনে-
চাইবো তোমাকে প্রেমিক রুপে এ হৃদয়ের প্রেম টানে।।
তোমার উচ্ছ্বাসে হবো সুখী যদি তুমি হও এ কথা ভেবে-
খুঁজেছি তোমাকে দেবো ভালোবাসা স্পর্শিত বাস্তবে…
তুমি যে তোমার নিজের কাছেই রয়েছো আজও অজানা-
চাইযে তোমাকে পেতে নিবিড় করে এ মন লেনা-দেনা।।
তোমার শুণ্যতা যে রোজ প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাবে-
খুঁজেছি তোমাকে দেবো ভালোবাসা স্পর্শিত বাস্তবে…
তুমি ছিলে আমার এই বুকে আছো যে তুমি রবে-
খুঁজেছি তোমাকে দেবো ভালোবাসা স্পর্শিত বাস্তবে……
(তারিখঃ ষোলই নভেম্বর ২০২৪ ঈশায়ী, শনিবার,
রাতঃ ২৩:৪০__২৪:০০, মহকক,চলনবিল,পাবনা)
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট