এস এম মনিরুজ্জামান আকাশ
প্রভাষক-
সমাজবিজ্ঞান বিভাগ,
প্রফেসর বয়েন উদ্দিন ডিগ্রি (অনার্স)কলেজ,
চাটমোহর,পাবনা।
যেখানে জাতির ভাগ্য হয় নির্ধারন-
সে পবিত্র স্থানের নাম সংসদ ভবন,
গিয়েছিলাম স্বচক্ষে দেখতে একদিন-
পারিনি দেখতে তবুও মন হয়নি মলিন!
আশা ও আত্মবিশ্বাসে আছে মনোবল-
সংসদ পরিদর্শন করবো আশা অবিচল,
হবে কবে পুর্ন এ আশা ভাবি জীবনে-
কাজের মাঝে ভাবি তা মনে-মনে ।
যেখানে জাতির জন্য মুক্ত পরিবেশে-
ভাগ্য নির্ধারনী মুক্ত অধিবেশন বসে,
জনপ্রতিনিধিদের অংশ গ্রহনে সংসদ-
হয় সরব প্রাণ চঞ্চল ভাগ্যে নিরাপদ !
পাশ হয় বিধি-বিধান যত জন কল্যানে-
বাধ্য থাকে নাগরিকরা তা মানতে জীবনে,
হয় সেথায় আলাপ ভালো কাজের পরিক্রমা-
মাঝে মধ্যে আবার অনেক কষ্টও হয় জমা !
পবিত্র বলে শ্রদ্ধা করে নাগরিক সকলে-
সংসদ গঠিত হয় সংখ্যা গরিষ্টতার বলে,
কালের সাক্ষী সংসদ কত আইন প্রনয়নে-
আইন হয় স্বার্থে আবার বাতিল হয় প্রয়োজনে…
পবিত্র সংসদ হোক আরো প্রিয় সবার-
এ উদাত্ত জয়গানে ধন্য জীবন আমার,
চাই দেখতে সংসদ কার্যক্রম অংশ গ্রহনে-
আল্লাহর কাছে প্রার্থনা পুর্ন করো আশা জীবনে…
(রচনাকালঃ ১৯শে নভেম্বর ২০০৬ ঈশায়ী,
দুপরঃ১২:৫০__০১:১৫, সংসদ ভবন এর দক্ষিন আঙ্গিনা,
সেগুন বাগিচা,ঢাকা ।
ওয়েবসাইট ডিজাইন প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট